ভারত অধিনায়ক মিতালি রাজ। ছবি: রয়টার্স।
আর কয়েক ঘন্টা পরই মহিলা বিশ্বকাপের ফাইনালে লর্ডসে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ন ম্যাচে নামার আগে তৈরি যুযুধান দুই প্রতিপক্ষ। দু’দলের সমর্থকদের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের আগে কী হাল দুই শিবিরের, জেনে নিন
তবে সব কিছুকে ছাপিয়ে বর্তমানে খবরে শিরোনামে ভারত অধিনায়ক মিতালি রাজের নাচের ভিডিও। শুধু মিতালিই নন, ডাগ আউটে বসে তাঁর সঙ্গে তালে তাল মেলাতে দেখা গিয়েছে ভেদা কৃষ্ণমূর্তিকেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচ চলাকালীন এই দৃশ্য দেখা যায় ডার্বির কাউন্টি গ্রাউন্ডে। তবে তা ছিল খুবই সীমিত সময়ের জন্য। গুটি কয়েক মানুষই সেই দৃশ্য টিভিতে দেখতে পেয়েছিলেন। তবে, মিতালিদের সেই নাচ কিন্তু চোখ এড়িয়ে যায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির। ম্যাচের পর সেই ভিডিও নিজেদের টুইটার হ্যাডেলে পোস্ট করে আইসিসি। আর এর পরই তা ভাইরাল হয়ে যায়।
& _ !