মিতালি, রুমেলির দাপটে ইতিহাস

দ্বিতীয় উইকেটের জুটিতে এই প্রবীণ-নবীন ১১.৩ ওভারে ৯৮ রান তুলে দিলেন। মিতালি করে গেলেন ৫০ বলে ৬২।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:১৩
Share:

সফল: সেরার ট্রফি নিয়ে মিতালি রাজ। ছবি: টুইটার।

একজন যখন প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছিলেন, অন্য জনের তখন জন্মও হয়নি। শনিবার কেপ টাউনে এই দু’জনের জুটি দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতানোর পিছনে বড় ভূমিকা নিল।

Advertisement

প্রথম জন মিতালি রাজ। ২৬ জুন, ১৯৯৯ সালে জীবনের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছিলেন মিতালি। অন্য জন জেমাইমা রডরিগেজ। যিনি জন্মেছেন ২০০০ সালের ৫ সেপ্টেম্বর। দ্বিতীয় উইকেটের জুটিতে এই প্রবীণ-নবীন ১১.৩ ওভারে ৯৮ রান তুলে দিলেন। মিতালি করে গেলেন ৫০ বলে ৬২। তিন নম্বরে নামা জেমাইমা করলেন ৩৪ বলে ৪৪ রান। জেমাইমার প্রশংসা করে রাতে টুইটও করেন সচিন তেন্ডুলকর। ভারত একবার ২০ ওভারে চার উইকেটে ১৬৬ রান করার পরে দক্ষিণ আফ্রিকার কাজ কঠিন হয়ে যায়। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা চাপে পড়ে গেলেন বাংলার অলরাউন্ডার রুমেলি ধরের পেস বোলিংয়ের সামনে। ১৮ ওভারে ১১২ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারত সিরিজ জিতে নিল ৩-১। ঝুলন গোস্বামীর পরিবর্তে দীর্ঘদিন বাদে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো রুমেলি তিন উইকেট নিয়ে গেলেন। চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে। শিখা পাণ্ডেও নিলেন তিন উইকেট। মিতালি শুধু এই ম্যাচের সেরাই হলেন না, সিরিজ সেরাও হলেন ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন।

স্কোরকার্ড

Advertisement

ভারত ১৬৬-৪ (২০)

দক্ষিণ আফ্রিকা ১১২ (১৮)

ভারত

মিতালি রাজ ক লি বো ইসমাইল ৬২

স্মৃতি মানধানা ক ক্লাস বো ক্যাপ ১৩

জেমাইমা রডরিগেজ ক ও বো খাকা ৪৪

হরমনপ্রীত কৌর ন.আ. ২৭

বেদা কৃষ্ণমূর্তি রান আউট (ক্যাপ) ৮

অতিরিক্ত ১২

মোট ১৬৬-৪ (২০)

পতন: ৩২-১ (মানধানা, ৪.২), ১৩০-২ (মিতালি, ১৫.৫), ১৩৪-৩ (রডরিগেজ, ১৬.৫), ১৬৬-৪ (বেদা, ১৯.৬)।

বোলিং: ক্যাপ ৪-১-২২-১, খাকা ৪-০-৪১-১, ইসমাইল ৪-০-৩৫-১ ক্লাস ২-০-২১-০, নিকার্ক ৪-০-২২-০ নোজাকে ২-০-২১-০।

দক্ষিণ আফ্রিকা

লিজেল লি ক পূণম বো রুমেলি ৩

ভ্যান নিকার্ক ক শিখা বো রুমেলি ১০

লুস বো শিখা পাণ্ডে ৫

ডু প্রিজ ক মিতালি বো শিখা ১৭

ট্রায়ন ক কৌর বো গায়কওয়াড় ২৫

ডি ক্লার্ক বো শিখা পাণ্ডে ৪

ক্যাপ ক রডরিগেজ বো রুমেলি ২৭

ইসমাইল স্টা.ভাটিয়া বো পূণম ৮

ক্লাস স্টা.ভাটিয়া বো গায়কওয়াড় ৯

খাকা ক মানধানা বো গায়কওয়াড় ১

নোজাকে ন.আ. ০

অতিরিক্ত

মোট ১১২ (১৮)

পতন: ১২-১ (নিকার্ক, ৩.৪), ১৮-২ (লুস, ৪.৬), ২০-৩ (লি, ৫.৪), ৪০-৪ (দু প্রিজ, ৮.২), ৪৪-৫ (ডি ক্লার্ক, ৮.৫), ৭১-৬ (ট্রায়ন, ১১.৫), ১০০-৭ (ইসমাইল, ১৫.২), ১০৮-৮ (ক্যাপ, ১৬.৫), ১১২-৯ (খাকা, ১৭.৫), ১১২-১০ (১৭.৬)।

বোলিং: বস্ত্রকর ৩-১-১৪-০ শিখা ৩-০-১৬-৩, রুমেলি ৪-০-২৬-৩, পূণম ৪-০-২৫-১, গায়কওয়াড় ৩-০-২৬-৩, হরমনপ্রীত ১-০-৫-০।

৫৪ রানে জয়ী ভারত

ম্যাচের সেরা মিতালি রাজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন