ইপিএল
Mohamed Salah

ম্যান সিটির রেকর্ড ভাঙা কঠিন হল সালাহদের

সালাহ বা সাদিয়ো মানে নন, ৩৪ মিনিটে দুরন্ত হেডে লিভারপুলকে এগিয়ে দেন ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২০ ০৬:৩১
Share:

ত্রাতা: বার্নলির হয়ে গোল করে সমতা ফেরান রদ্রিগেস। ছবি: টুইটার।

লিভারপুল ১ • বার্নলি ১

Advertisement

শেফিল্ড ৩ • চেলসি ০

ইপিএলে একই দিনে দু’টি অঘটন। অবিশ্বাস্য ভাবে শেফিল্ড ইউনাইটেডের কাছে ০–৩ হেরে গেল চেলসি! সঙ্গে য়ুর্গেন ক্লপের আশঙ্কাও সত্যি হচ্ছে! ১০০ পয়েন্টের বেশি তুলে লিভারপুলের ইপিএল জয়ের লক্ষ্য আরও কঠিন হল। শনিবার অ্যানফিল্ডেই বার্নলির কাছে আটকে গেলেন মহম্মদ সালাহরা। প্রিমিয়ার লিগে ২০১৯-এর জানুয়ারির পরে এই প্রথম নিজেদের মাঠে জয় পেল না লিভারপুল। ৪৮ ঘণ্টা আগে সালাহদের ম্যানেজারই বলেছিলেন, ‘‘১০০ পয়েন্টের বেশি তুলে ম্যাঞ্চেস্টার সিটির রেকর্ড ভাঙা বেশ কঠিন। এমনকি বার্নলিকে হারানোও।’’

Advertisement

হয়েছেও তাই। স্কোরলাইন ১-১। সালাহ বা সাদিয়ো মানে নন, ৩৪ মিনিটে দুরন্ত হেডে লিভারপুলকে এগিয়ে দেন ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন। ৬৯ মিনিটে ১-১ করেন জে রদ্রিগেস। তবে নায়ক বার্নলির গোলরক্ষক নিক পোপ। অবিশ্বাস্য সব গোল বাঁচিয়ে। ক্লপ পর্যন্ত তাঁকে অভিনন্দন জানিয়ে আসেন। একটা সময়ের পরে ১০ জনে রক্ষণ সামলাল বার্নলে। তাতে গোলের মুখই খুলতে পারেনি লিভারপুলের ‘অপ্রতিরোধ্য আক্রমণ-বাহিনী’!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন