ছাত্রীদের সোনায় খেদ মেটাতে চান আলি কামার

বক্সিং ছাড়ার পরে নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছিলেন আলি। তিন বছর আগে বক্সিং কোচ হিসেবে এনআইএস ডিপ্লোমা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০৪:১৫
Share:

অনুশীলন: ক্লাস চলছে কোচ আলি কামারের। নিজস্ব চিত্র

দেড় দশক আগে প্রথম ভারতীয় বক্সার হিসেবে কমনওয়েলথ গেমস থেকে সোনা জিতে কলকাতা ফিরেছিলেন তিনি। সেই আলি কামার এখন ভারতীয় মহিলা বক্সিং দলে মেরি কম, সরিতাদেবী-দের কোচ। খিদিরপুরের ছেলে রবিবার গভীর রাতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশে উড়ে গেলেন দলবল-সহ। যাওয়ার আগে বলে গেলেন, ‘‘এশিয়ান গেমস থেকে সোনার পদক জিততে পারিনি। কোয়ার্টার ফাইনালে থেমে যেতে হয়েছিল। কোচ হিসেবে দেশকে এশিয়ান গেমস থেকে সোনা দিয়ে সেই খেদটা মেটাতে চাই। এশিয়ান চ্যাম্পিয়নশিপ তার প্রস্তুতি।’’

Advertisement

বক্সিং ছাড়ার পরে নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছিলেন আলি। তিন বছর আগে বক্সিং কোচ হিসেবে এনআইএস ডিপ্লোমা করেছেন। তার পরেই বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (বিএফআই)-র প্রেসিডেন্ট অজয় সিংহ মহিলাদের কোচ হওয়ার জন্য তাঁকে জাতীয় শিবিরে যোগ দিতে বলেন। সভাপতির কাছে আলি কামার-কে কোচ হিসেবে চেয়েছিলেন লন্ডন অলিম্পিক্স থেকে পদকজয়ী মেরি কম।

আরও পড়ুন: আদালতে জিতলেন গেল

Advertisement

যে প্রসঙ্গে আলি কামার বলছেন, ‘‘বিএফআই প্রেসিডেন্টকে মেরি বলেছিল, যে প্রাক্তন বক্সাররা কোচিং ডিগ্রি নিয়েছেন, তাঁদের কাজে লাগানোর জন্য। সেখানে ও আমার নাম উল্লেখ করে। মেরি আমার মতোই লাইট ফ্লাইওয়েট বিভাগে নামে। অতীতে অনেক বার ওর ভুল শুধরে দিয়েছি। এ বারও জাতীয় শিবিরে মেরির পায়ের পেশি পোক্ত করার দিকে নজর দিতে বলেছিলাম প্রথম দিকে। এখন তার সুফল পাচ্ছে ও।’’ একই সঙ্গে সরিতা দেবীর ‘পাঞ্চিং’ নিয়ে সমস্যা হচ্ছিল। বিপক্ষ বুঝে ফেলছিল, কখন পাঞ্চ নেবেন সরিতা। বক্সিং-এর পরিভাষায় যাকে বলে ‘টেলিগ্রাফি’। সেটাও শুধরে দিয়েছেন মহিলা বক্সিং দলের এই নতুন কোচ।

আলি বলছেন, ‘‘আগামী বছর জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস। সেখানে কারা ভাল ফল করতে পারবে, তার আভাস মিলবে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকেই। টুর্নামেন্টে আমাদের প্রিয়ঙ্কা চৌধুরী, মেরি, পূজা রানি, সোনিয়া লাথার-দের ভাল ফল করার সম্ভাবনা রয়েছে। ওদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে কাজাখস্তান, চিন, উত্তর কোরিয়ার বক্সাররা।’’

নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে মহিলাদের যুব বিশ্বচ্যাম্পিয়নশিপ। এ দিন সে প্রসঙ্গেও আলি বলেন, ‘‘যুব দলও গত এক মাস আমাদের সঙ্গে অনুশীলন করেছে। ওদের পরামর্শ দিয়েছি। বেশ কয়েক জন মেয়েকে চোখে পড়ল, যারা আগামী এক বছর মহিলাদের সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নজর কাড়তে পারে। যা ভারতেই অনুষ্ঠিত হবে।’’

এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেরি, সরিতাদের পদকের সংখ্যা বাড়াতে কোচ আলি কামার জোর দিচ্ছেন মনঃসংযোগের ব্যাপারেও। বলছেন, ‘‘বিশেষ অনুশীলন করিয়েছি মনঃসংযোগ রাখতে। পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী গৌরব বিধুরি-কে সম্প্রতি ডেকেছিলাম ওর অভিজ্ঞতা শুনিয়ে মেয়েদের অনুপ্রাণিত করতে। এ বার দেখার পালা এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই পরিশ্রমের ফল কতটা মেলে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন