Sports News

সমালোচকদের ইয়র্কার, ফের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট শামির

নিন্দুকদের আবার জবাব দিলেন মহম্মদ শামি। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে অন্তরঙ্গ ছবি টুইট করে সমালোচকদেরই শব্দ না করে বোল্ড আউট করে দিলেন ভারতের এই ফার্স্ট বোলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ১৯:১৩
Share:

সমালোচকদের টুইটারে জবাব দিয়েছিলেন আগেই। এ বার নতুন করে স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা অন্তরঙ্গ ছবি পোস্ট করে মহম্মদ শামি নতুন ইয়র্কার ছুঁড়লেন।

Advertisement

ঘটনার সূত্রপাত গত রবিবার। স্ত্রী, কন্যার সঙ্গে একটি ছবি টুইট করেছিলেন শামি। হঠাত্ একদল প্রশ্ন তোলেন, কেন হিজাব পরেননি শামির স্ত্রী। সেটা যে তিনি ভালভাবে নেননি সেটা পর দিনই বুঝিয়ে দিয়েছিলেন টুইট করে। লিখেছিলেন, “সবাই যা চায় তা পায় না। যাদের ভাগ্য ভাল তারাই পায়। ওরা আমার স্ত্রী ও কন্যা তাই আমি জানি আমি কী করব।’’

তাত্ক্ষণিক জবাব যেমন দিয়েছিলেন, তেমনি আজ, ঠিক পরের রবিবার, নতুন করে বুঝিয়েও দিলেন, যা ঠিক মনে করেছেন, তা আবারও করবেন। কিছু লোকের অকারণ সমালোচনায় পিছিয়ে যাওয়ার বান্দা তিনি নন। আজকের টুইটে স্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন কবিতার মধ্যে দিয়ে।

Advertisement

আজ শামি যা পোস্ট করলেন

আরও খবর: ‘আল্লাকে বুকে নিয়েই সূর্য প্রণাম করি’

এই মুহূর্তে চোটের জন্য জাতীয় দলের বাইরে রয়েছেন মহম্মদ শামি। হাঁটুর চোটের চিকিৎসা চলছে। বেশ কয়েক বছর ধরেই ঘুরে ফিরে চোটের কবলে দলের বাইরে চলে যেতে হয়েছে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও শেষ দুটো ম্যাচ খেলতে পারেননি তিনি। ওয়ান ডেতেও খেলার সম্ভবনা নেই। এই অবস্থায় পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। তার উপর এই অযাচিত হস্তক্ষেপে রীতিমতো বিরক্ত দেশের এই প্রতিভাবান পেসার।

এ দিনই একই ভাবে সূর্য প্রণামের ছবি টুইট করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। গত রবিবার শামির পাসে দাঁড়িয়েছিলেন কাইফ। এদিন নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়েই কাইফ চুপ থাকেননি।

আগের টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement