Champions Trophy

পাক সমর্থকদের ব্যঙ্গে মেজাজ হারালেন সামি, সামাল দিলেন ক্যাপ্টেন কুল

ওভালে বোধহয় সেই ট্রোলের সীমা ছাড়িয়ে গেল। যার জন্য মেজাজ হারালেন মহম্মদ সামির মতো ঠান্ডা মাথার ক্রিকেটারও। কোনও মতে তাঁকে সামাল দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ১৭:৩৯
Share:

ছবি- টুইটার

প্রায় ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও উত্সবের রেশ কাটেনি পাক সমর্থকদের মধ্যে। সরফরাজরা ফিরতেই উত্তেজনার পারদ চড়তে থাকে দেশ জুড়ে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রবল প্রতিপক্ষকে ট্রোল করার সুযোগও হাতছাড়া করছেন না পাক সমর্থকরা। কিন্তু ওভালে বোধহয় সেই ট্রোলের সীমা ছাড়িয়ে গেল। যার জন্য মেজাজ হারালেন মহম্মদ সামির মতো ঠান্ডা মাথার ক্রিকেটারও। কোনও মতে তাঁকে সামাল দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

আরও পড়ুন- হারের পর হাসিখুশি কোহালিকে সমর্থনই করছে জনতা

কী হয়েছিল সে দিন?

Advertisement

ঘটনার সূত্রপাত ফাইনালের কিছু ক্ষণ পর। খেলে শেষে সে সময় প্লেয়ার্স এন্ট্রান্স দিয়ে ড্রেসিংরুমে ফিরছিল টিম ইন্ডিয়া। চারপাশ দিয়ে তখন উড়ে আসছিল পাক সমর্থকদের টিটকিরি। কোনও রকম উত্তর না দিয়ে একে একে ড্রেসিংরুমে ফিরছিলেন ভারতীয় ক্রিকেটাররা। হঠাত্ই থমকে দাঁড়ান ভারতীয় পেসার মহম্মদ সামি। ‘বাপ কৌন হ্যায়’ মন্তব্যে ভয়ঙ্কর চটে যান তিনি। কিছুটা গিয়েও ফিরে আসেন পাক সমর্থকদের কাছে। কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকেন তাদের দিকে। ঠিক সময় মহেন্দ্র সিংহ ধোনি না এলে হয়ত বড় ঝামেলায় জড়িয়ে পড়তেন সামি। ক্যাপ্টেন কুল এসে ভারতীয় পেসারকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

দেখুন ভিডিও

🙏 🙏 ⏺️

⏺️

রবিবার ওভালে ছিল ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ। পাকিস্তানের ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কোহালি বাহিনী। ১৮০ রানে শোচনীয় ভাবে হারে ভারত। গ্রুপ লিগে ভারতের কাছে হেরে যাওয়ার মধুর প্রতিশোধ নেয় পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement