আইএসএলে দুই প্রধানকে খেলতে না দিলে পাল্টা লিগ হবে, কলকাতায় আইএফএ সচিব যখন এ সব বলে হুঙ্কার দিচ্ছেন, তখন মুম্বইতে অন্য ছবি। ফেডারেশন সচিব কুশল দাশের সঙ্গে বেসরকারি ঘরোয়া সভায় দুই প্রধানের শীর্ষ কর্তারা তাঁকে বোঝানোর চেষ্টা করছেন, কেন তাদের পক্ষে আইএমজিআরের পাঠানো প্রস্তাব মানা সম্ভব নয়। কোন যুক্তিতে তাদের দেশের এক নম্বর টুর্নামেন্ট খেলা থেকে বঞ্চিত করা হবে?
দুই প্রধানের শীর্ষ কর্তারা শুক্রবার দুপুরেই পৌঁছে গিয়েছেন মুম্বইতে। শনিবার দুপুরে সেখানে বৈঠক ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের সঙ্গে। সভায় ফেডারেশন সচিব-সহ কয়েকজন কর্তার উপস্থিত থাকারও কথা। রাতের খবর উদ্যোক্তারা কেউ সভায় থাকছেন না।
শনিবারের মুম্বইয়ের সভায় বলা হবে কী তা অবশ্য ঠিক করে ফেলেছে দুই প্রধান। ক্লাবের জার্সি, লোগো, নাম-এসব নিয়ে কোনও কথা বলতে চায়না তাঁরা। ইস্টবেঙ্গল বলবে, এক) যে টুনার্মেন্ট থেকে এএফসি চ্যালেঞ্জার্স কাপ বা এএফসি কাপ খেলা যাবে সেই টুনার্মেন্টে খেলব। দুই) একসঙ্গে চলা দুটো লিগে তাদের মত নেই। সেখানে তারা খেলবেও না। আর মোহনবাগানের কর্তারা কী বলবে? তাদের বক্তব্য থাকবে এক) মাধ্যমিক পাস করে পেলা কোনও ছাত্রকে কীভাবে ক্লাস নাইনে নামানো হবে। সেটা হলে তারা খেলবে না। দুই) আইএসএল দেশের একনম্বর লিগ হলে সেখানেই খেলতে দিতে হবে তাদের।
দুই ক্লাবেরই ধারণা প্রফুল্ল পটেল সব শুনে নতুন কিছু শর্ত দিতে পারেন। আবার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলব, জানিয়ে সভা শেষ করে দিতে পারেন।