কাস্টমসকে নিয়েও উদ্বিগ্ন মোহনবাগান

শনিবার সকালে প্র্যাকটিসের পর কামো স্তেফানি বায়ি, আনসুমানা ক্রোমা, কিংগসলে ওবুমেনেমে ও চেস্টারপল লিংডো-রা যখন নিজেদের মধ্যে মজা করছেন, থমথমে মুখে গোলকিপার কোচ অর্পণ দে-কে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন শঙ্করলাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ০৪:০৫
Share:

তিনমূর্তি: মোহনবাগানের তিন ভরসা (বাঁ দিক থেকে) কামো, ক্রোমা ও কিংগসলে। শনিবার অনুশীলনের পরে। ছবি: সুমন বল্লভ

ফুটবলাররা খোশমেজাজে। কিন্তু উদ্বিগ্ন কোচ শঙ্করলাল চক্রবর্তী।

Advertisement

কলকাতা প্রিমিয়ার লিগে কাস্টমসের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে আশ্চর্য বৈপরীত্য মোহনবাগান অন্দরমহলে।

শনিবার সকালে প্র্যাকটিসের পর কামো স্তেফানি বায়ি, আনসুমানা ক্রোমা, কিংগসলে ওবুমেনেমে ও চেস্টারপল লিংডো-রা যখন নিজেদের মধ্যে মজা করছেন, থমথমে মুখে গোলকিপার কোচ অর্পণ দে-কে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন শঙ্করলাল। রবিবারের প্রতিপক্ষ কাস্টমস এখনও পর্যন্ত কোনও ম্যাচ জেতা তো দূরের কথা, একটা গোলও করতে পারেনি। তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে অবনমনের আতঙ্কে ভুগছে। অথচ তিন ম্যাচে ১১ গোল করে লিগ টেবলে দ্বিতীয় স্থানে এই মুহূর্তে মোহনবাগান।

Advertisement

তা হলে এত উদ্বেগের কারণ কী?

‘‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কাস্টমস দুর্দান্ত খেলেছিল। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে গোল পেয়েছিল ইস্টবেঙ্গল। তা ছাড়া কাস্টমসের তিন বিদেশি (স্যামুয়েল, জন ও জোসেফ) দারুণ শক্তিশালী ও অভিজ্ঞ। তাই ওদের না হারানো পর্যন্ত নিশ্চিত হওয়ার উপায় নেই’’, বললেন সবুজ-মেরুন কোচ। সেই সঙ্গে অধিনায়ক শিল্টন পালকে নিয়েও দুশ্চিন্তা বাড়ছে তাঁর। হাঁটু ও কাঁধের চোটের জন্য দিন দশেক তাঁকে পাচ্ছেন না শঙ্করলাল। যার অর্থ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতেও অনিশ্চিত হয়ে পড়লেন শিল্টন। যদিও এই মুহূর্তে ডার্বি নিয়ে ভাবছেন না বলে দাবি করলেন তিনি। শিল্টনের পরিবর্তে খেলার সম্ভাবনা উজ্জ্বল শিবিনরাজ কুনিইলের।

শঙ্করলালের চাপ বাড়িয়ে দিয়েছেন কাস্টমস কোচ রাজীব দে। এ দিন তিনি খোলাখুলি জানিয়েছেন, কামো-ক্রোমাকে খেলতে না দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। বললেন, ‘‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৪-৫-১ ফর্মেশনে খেলে মহম্মদ আল আমনা ও উইলিস প্লাজাকে আটকে রেখেছিলাম। কিন্তু আমার দলের অধিকাংশ ফুটবলারই জুনিয়র। ওদের অভিজ্ঞতাও কম। তাই শেষরক্ষা হয়নি। এ বার আর সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাই না।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘আমাদের লক্ষ্য অবনমন বাঁচানো। মোহনবাগান সব বিভাগে এগিয়ে থাকলেও আমরা লড়াই করব।’’

সনির পছন্দ দশ নম্বর জার্সি: মোহনবাগানে এত দিন তিনি খেলতেন ষোলো নম্বর জার্সি পরে। কিন্তু এ বছর সনি নর্দের পছন্দ দশ নম্বর জার্সি। মোহনবাগানের চুক্তিতে সই করেই হাইতি তারকা অনুরোধ করেছেন তাঁকে দশ নম্বর জার্সি দেওয়ার জন্য।

আজ প্রিমিয়ার লিগে

মোহনবাগান বনাম কাস্টমস (মোহনবাগান, বিকেল ৫.০০)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement