ময়দানে অন্য শামি

নববর্ষে ময়দানের মানবিক মুখ কে? অন্য কেউ নন, ভারতীয় পেসার মহম্মদ শামি। বৃহস্পতিবার মোহনবাগান মাঠে ঋদ্ধিমান সাহার সঙ্গে এসেছিলেন শামিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০৩:১১
Share:

নববর্ষে ময়দানের মানবিক মুখ কে?

Advertisement

অন্য কেউ নন, ভারতীয় পেসার মহম্মদ শামি।

বৃহস্পতিবার মোহনবাগান মাঠে ঋদ্ধিমান সাহার সঙ্গে এসেছিলেন শামিও। চোটের কারণে ঋদ্ধির মতো তাঁকেও মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। সেখানেই অভিনব একটা ব্যাপার ঘটে। মোহনবাগানের মাঠকর্মী উমেশ দাসের সঙ্গে কথাবার্তা চালানোর সময় আচমকাই বলে বসেন, তাঁর পরিবার কোথায়? উমেশ বলেন, দেশের বাড়িতে। কলকাতায় আনার ক্ষমতা নেই। শামিকে তখন বলতে শোনা যায়, অন্তত নববর্ষের দিনটায় স্ত্রী, সন্তানদের নিজের কাছে এনে রাখতে। কলকাতায় আনার, থাকার খরচ সব তাঁর! যা শুনে মোহনবাগান মাঠকর্মীকে বেশ আপ্লুতই দেখাল পরে। বললেনও যে, ‘‘শুনে অবাক হয়ে গিয়েছি। বড় মন বলতে হবে। তবে এখনও কিছু ঠিক করিনি পরিবারকে আনব কি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement