ড্রেসিংরুমেও হোলি খেলে আজ আইজল যাচ্ছে বাগান

আই লিগ ডাবল করার দিকে ক্রমশ এগোচ্ছে মোহনবাগান। শনিবারের আইজল এফসি ম্যাচ জিততে পারলে খেতাবের লড়াইতে থাকা ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির তুলনায় অনেকখানি এগিয়ে যাবে সঞ্জয় সেনের টিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ০২:৩১
Share:

আই লিগ ডাবল করার দিকে ক্রমশ এগোচ্ছে মোহনবাগান। শনিবারের আইজল এফসি ম্যাচ জিততে পারলে খেতাবের লড়াইতে থাকা ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির তুলনায় অনেকখানি এগিয়ে যাবে সঞ্জয় সেনের টিম। সেক্ষেত্রে আট পয়েন্টে এগিয়ে থেকে ডার্বির আগে প্রবল চাপে ফেলে দিতেও পারবে ইস্টবেঙ্গলকে। এই অবস্থায় সবুজ-মেরুন ড্রেসিংরুমে ‘ফিল গুড’ হাওয়া। বুধবার দোলের সকালে অনুশীলনের পর দেবজিত-কাতসুমিরা হোলি খেললেন ড্রেসিংরুমেই। আর সেই আবহ থেকে বেরিয়ে বাগান কোচ বলে দিলেন, ‘‘আইজল ম্যাচটা আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এটা জিততে পারলে কিন্তু ট্রফির অনেকটা কাছে পৌঁছে যাব। গত বার আই লিগের একটা সময় ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম। সেটা এ বার যাতে না হয় সে জন্যই আইজল ম্যাচ জেতাটা খুব জরুরি।’’

Advertisement

ঘরের মাঠে আইজলকে তিন গোল দিয়েছিলেন কর্নেল গ্লেনরা। তা সত্ত্বেও জহর দাসের টিমকে বাগানের গুরুত্ব দেওয়ার কারণ দু’টো। এক) সনি নর্ডি, জেজে-সহ চার ফুটবলার নেই এই ম্যাচে। দুই) আইজল পাহাড়ে ইস্টবেঙ্গলকে যথেষ্ট সমস্যায় ফেলেছিল দিনকয়েক আগে। হালফিলে তারা ধারাবাহিক ভাল খেলছে।

প্রথমে ঠিক ছিল দোলের দিন বিকেলে অনুশীলন করবেন কাতসুমিরা। পরে কোচকে অনুরোধ করে সকালেই তা সেরে ফেলেন তাঁরা। সকাল সাতটার আগে পুরো টিম হাজির ক্লাব তাঁবুতে। যা দেখে সঞ্জয় বলছিলেন, ‘‘আইজল ম্যাচের আগে ছেলেদের মনোভাব এবং ইচ্ছেটা দেখে ভাল লাগছে।’’ চার নিয়মিত ফুটবলারের অনুপস্থিতিতে এ দিনই টিম সাজিয়ে নিয়েছেন কোচ। সনির জায়গায় মণীশ ভার্গব খেলবেন। সামনে গ্লেনের সঙ্গী সুভাষ সিংহ। সদ্য চোট থেকে সেরে ওঠা গ্লেন এ দিন পুরো অনুশীলনও করেন। বৃহস্পতিবার সকালেই আইজল যাচ্ছে বাগান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement