মোহনবাগানের নতুন চমক উগান্ডার হেনরি

এ বারের গোকুলম যখন চরম বিপদে তখন উগান্ডার হেনরি-কে সই করান কর্তারা। মোহনবাগান, নেরোকা, মিনার্ভা এফ সি-র মতো দলকে হারিয়ে চমকে দেয় গোকুলম। নয় ম্যাচ খেলে সাত গোল করেন হেনরি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:৫১
Share:

নজরে: এক বছরের চুক্তিতে সই হেনরি কিসেক্কার। —ফাইল চিত্র।

এ বারের দলবদলের সবথেকে বড় চমক শুক্রবার দিল মোহনবাগান। আই লিগের অন্যতম সফল বিদেশি স্ট্রাইকার হেনরি কিসেক্কা-কে সই করাল সবুজ-মেরুন। এবং সেটা পুরো মরসুমের জন্য। কলকাতা লিগ থেকেই দিপান্দা ডিকা, এজে কিংসলের সঙ্গে খেলতে দেখা যাবে গোকুলমের এই স্ট্রাইকারকে। চুক্তি এক বছরের।

Advertisement

এ বারের গোকুলম যখন চরম বিপদে তখন উগান্ডার হেনরি-কে সই করান কর্তারা। মোহনবাগান, নেরোকা, মিনার্ভা এফ সি-র মতো দলকে হারিয়ে চমকে দেয় গোকুলম। নয় ম্যাচ খেলে সাত গোল করেন হেনরি। ভয়ঙ্কর এই স্ট্রাইকারের জন্য ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এবং মুম্বই। লাল-হলুদের এক কর্তা না কি কেরলে গিয়েছিলেন হেনরিকে সই করাতে। কিন্তু নিয়মিত দুবাই-তে থাকা সবুজ-মেরুনের এক শীর্ষ কর্তা সব ওলট পালট করে দেন। দুবাইতেই যে থাকেন হেনরির এজেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement