Mohun Bagan

তিন বছর পর স্পনসর জুটল বাগানে

কলকাতা লিগের মাঝেই স্পনসর সমস্যা কাটল মোহনবাগানের। নতুন স্পনসর চূড়ান্ত করে ফেলল শতাব্দী প্রাচীন ক্লাবটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০১
Share:

মোহনবাগান দল। ছবি: মোহনবাগানের ফেসবুক সৌজন্যে।

কলকাতা লিগের মাঝেই স্পনসর সমস্যা কাটল মোহনবাগানের। নতুন স্পনসর চূড়ান্ত করে ফেলল শতাব্দী প্রাচীন ক্লাবটি। প্লাস্টিকের ব্যবসায় যুক্ত নীলকমল-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল মোহনবাগান। বুধবারের রেনবো ম্যাচ থেকেই নীলকমলের লোগো লাগানো জার্সি পরে মাঠে নামবেন বাগান ফুটবলাররা।

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে আটকে গেল আর্জেন্তিনা

আরও পড়ুন: ‘হাজার গোল করলে আমার সমান হবে’

Advertisement

ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকলেও, তিন বছর আগে বাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় ইউবি গোষ্ঠী। যার ফলে গত তিন বছর দল গঠনে বহু সমস্যায় পড়তে হয় ক্লাবকে। সেই সময় বাগান সামলেছেন ক্লাব সভাপতি টুটু বসু। বিগত বছরে স্পনসরহীন বাগানের শক্তিশালী দল গড়ার মূল কাণ্ডারী ছিলেন তিনিই।

ফলে আই লিগের আগেই নতুন স্পনসর পেয়ে যাওয়ায় দেশের সেরা ট্রফি পাওয়ার লক্ষ্যে মোহনকর্তারা নতুন উদ্দ্যমে মাঠে নেমে পড়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement