মরিয়া মোহনবাগান নামছে ডাফি ছাড়াই

কখনও বার্সেলোনার চার গোল খাওয়ার উদাহরণ টানা হচ্ছিল। কখনও রিয়াল মাদ্রিদের হারের উপমা। কখনও এসে পড়ছিলেন হোসে মরিনহো বা জিনেদিন জিদান।

Advertisement

রতন চক্রবর্তী

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:৫৩
Share:

লক্ষ্য: মুম্বই এফসি ম্যাচের আগে অনুশীলনে সনি নর্দে। নিজস্ব চিত্র

কখনও বার্সেলোনার চার গোল খাওয়ার উদাহরণ টানা হচ্ছিল। কখনও রিয়াল মাদ্রিদের হারের উপমা। কখনও এসে পড়ছিলেন হোসে মরিনহো বা জিনেদিন জিদান।

Advertisement

গোয়ায় হারের জের সামলাতে মঙ্গলবার সকালে অনুশীলনের শেষে এদুয়ার্দো এবং তাঁর কোচের বলা নানা উদাহরণ বা উপমা অবশ্য বদলে যায় বিকেলেই। পাল্টে যায় পলাশ ফুল আর আমের মুকুলে ছেয়ে থাকা মোহনবাগান লনের ছবিটাও। বারাসতে সন্ধ্যায় ইস্টবেঙ্গলের হার দেখার পর চাপে থাকা সবুজ-মেরুন শিবিরে হঠাৎ-ই যেন বাড়তি অক্সিজেন। ক্লাব তাঁবুর আলোচনায় হাজির লিগের পয়েন্ট টেবল।

‘‘কে হারল আর কে জিতল এটা ভেবে এগোতে গেলে ট্রফি আসবে না। নিজেদের ম্যাচ জিততে হবে।’’ লাল-হলুদের বিপর্যয় দেখার পর বলছিলেন সঞ্জয় সেন। গলায় কোনও উত্তেজনা নেই। বরং রয়েছে বাড়তি সতর্কতা। ‘‘লিগ টেবলের নীচের দিকের টিমের সঙ্গে খেলা সবচেয়ে কঠিন। দেখবেন মুম্বইও এক পয়েন্টের খেলা খেলবে।’’

Advertisement

ভারতীয় ফুটবলে ‘ফ্যান্সি কোচ’ নামে ডাকা হয় সন্তোষ কাশ্যপকে। তাঁর টিমের বিরুদ্ধে খেলতে নামার আগে তাই সনিদের শিবিরে যেন বাজছে, ‘‘বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও,’’ গান। মুম্বই রক্ষণে ছয়-সাত জনের দেওয়াল তুললে কীভাবে তা ভাঙতে হবে তাঁর অনুশীলন চলল এ দিন সকালেও। ফ্রিকিক, কর্নারের সঙ্গে উইং প্লে-তে শান দেওয়া।

কিন্তু মোহনবাগানের নিজেদের বাঁধই তো হঠাৎ নড়বড়ে। সেটা চোখে আঙুল দিয়ে আগের ম্যাচেই দেখিয়ে দিয়েছে চার্চিল ব্রাদার্স। এবং তা এতটাই কাঁপুনি ধরিয়ে দিয়েছে আনাস, প্রীতম কোটালদের শরীরে যে, খোদ সবুজ-মেরুন কোচ পুরো টিমের নয় ডিফেন্ডারকে নিয়ে আলাদা পড়ে থাকলেন দীর্ঘক্ষণ।

রাত জেগে পড়া ছেলেই যে পরীক্ষায় সেরা হবে এরকম যেমন হয় না, তেমনই অনুশীলন করলেই সেটা মাঠে প্রয়োগ করে সাফল্য আসবে তা-ও নয়। দশ দলের লিগে টেবলে ন’নম্বরে থাকা টিমের বিরুদ্ধে খেলতে নামার আগে তাই ছাত্রদের নানা অঙ্ক করাচ্ছেন সঞ্জয়। গোড়ালির চোটে কাবু সর্বোচ্চ গোলদাতা ড্যারেল ডাফি খেলছেন না। জেজে-বলবন্ত সিংহের উপরই তাই আস্থা রাখছেন মোহনবাগান কোচ। চোট রয়েছে এদুয়ার্দোরও। ‘‘মোহনবাগান ব্যালান্সড টিম। কিন্তু আমরাও জিততে এসেছি। কুপারেজে পারিনি, এখানে জিততে হবে।’’ বলতে বলতে হাসেন মুম্বই কোচ

আর সে জন্যই সম্ভবত একটা রেকর্ড বাজিয়ে দেওয়া হয়েছে পালতোলা নৌকোর সওয়ারিদের মধ্যে। ‘‘বাকি আটটি ম্যাচ-ই ফাইনাল ভেবে খেলতে হবে।’’ গোয়ার ব্যর্থতার পর ‘মিশন মুম্বই’-এর আগে এটাই সঞ্জয় ব্রিগেডের ক্যাচ লাইন।

বুধবার আই লিগে:

মোহনবাগান: মুম্বই এফ সি

(রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ শুরু ৪-৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন