বহু দিন পর বিদেশের কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছে কলকাতার দুই প্রধান— মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।
কলকাতা লিগের পর আই লিগ শুরু হতে প্রায় দু’মাস। এর মাঝেই ইস্ট-মোহন বাংলাদেশে আট দলীয় ক্লাব টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। ১৭-৩০ অক্টোবর ঢাকায় শেখ জামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট। যেখানে ঢাকার তিন ক্লাব শেখ জামাল ধানমন্ডি, ঢাকা মহমেডান, ঢাকা আবাহনী ছাড়াও মলদ্বীপ, নেপাল আর শ্রীলঙ্কার একটা করে টিম খেলবে।
মোহনবাগান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, খেলবে। অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘এআইএফএফ মারফত আমাদের কাছে অনুরোধ এসেছে। আমরা যাচ্ছি।’’ ইস্টবেঙ্গল সম্মতি দিলেও কিছু শর্তও দিয়েছে। লাল-হলুদের অন্যচেম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘আমরা জানিয়ে দিয়েছি আইএফএ ছাড়লে এবং আমাদের শর্ত মানলে খেলব।’’