গুস্তাভোকে ছেঁটে ফেলল বাগান

কলকাতা লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সাফাই প্রক্রিয়া শুরু হয়ে গেল মোহনবাগানে। ব্রাজিলিয়ান স্টপার গুস্তাভোকে ছাঁটাই করে দেওয়া হল নিঃশব্দেই। ফিট নন। কলকাতা লিগে চূড়ান্ত ব্যর্থ। খেলার মতো অবস্থাতেও নেই। ফলে বিমানের টিকিট নিয়ে ফিরে যাওয়ার কথা মঙ্গলবার তাঁকে জানিয়ে দিলেন কর্তারা। কিন্তু হাইতির স্টপার জুদেলিন আভেস্কার ভাগ্যে কী আছে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৫৮
Share:

কলকাতা লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সাফাই প্রক্রিয়া শুরু হয়ে গেল মোহনবাগানে।
ব্রাজিলিয়ান স্টপার গুস্তাভোকে ছাঁটাই করে দেওয়া হল নিঃশব্দেই। ফিট নন। কলকাতা লিগে চূড়ান্ত ব্যর্থ। খেলার মতো অবস্থাতেও নেই। ফলে বিমানের টিকিট নিয়ে ফিরে যাওয়ার কথা মঙ্গলবার তাঁকে জানিয়ে দিলেন কর্তারা। কিন্তু হাইতির স্টপার জুদেলিন আভেস্কার ভাগ্যে কী আছে? ক্লাবের এক শীর্ষ কর্তা মঙ্গলবার রাতে বললেন, ‘‘ওকে আরও দিন পনেরো অনুশীলনে দেখা হবে। তার পর সিদ্ধান্ত।’’ কিন্তু ক্লাব সূত্রের খবর সনি নর্ডির পাঠানো ফুটবলারটির খেলায় একেবারেই খুশি নন কোচ সঞ্জয় সেন।
কর্তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন ডুডু ওমাগবেমিকে রেখে দেওয়া হবে আই লিগে। সনি নর্ডির সই পর্ব দু’ তিনদিনের মধ্যেই মিটে যাওয়ার কথা। হাইতির স্ট্রাইকার এখন রয়েছেন দুবাইতে। সেখানেই সই হবে। কর্তারা মনে করছেন, ডুডুর সঙ্গে সনির সমঝোতা তৈরি হয়ে গেলে আই লিগে বাগান ভাল ফল করবে। এখনও পর্যন্ত ঠিক আছে শনিবার বা সোমবার কোচ ও টেকনিক্যাল কমিটির সঙ্গে টিম নিয়ে আলোচনায় বসবেন ক্লাব কর্তারা। ক্লাব সচিব অঞ্জন মিত্র এ দিন বললেন, ‘‘দ্বিতীয় দল নিয়ে কলকাতা লিগে আমরা ভাল করতে পারিনি। সামনে তিনটে টুর্নামেন্ট আছে আমাদের। সিকিম, বরদলৈ এবং বাংলাদেশ। সেখানে খেলব কি না ঠিক করতে হবে। আবার দেড় মাস টিমটা শুধু অনুশীলন করবে সেটাও হয় না। সঞ্জই-ই কোচ থাকছে। ফলে ওর সঙ্গে কথা বলে সব করতে হবে।’’ সরাসরি কিছু না বললেও বাগান কোচ নাকি টিমের সঙ্গে নিয়মিত থাকা কর্তাদের কাছে বলে দিয়েছেন, ‘‘এই টিম নিয়ে কোথাও খেলতে গেলে এবং খারাপ ফল হলে আমাকেই সবাই ব্যর্থ বলবে। গালাগালি করবে। সেটা আমি চাই না।’’ কলকাতা লিগের যে দল খেলছে তাদের ক’জনকে রাখা হবে সেই সিদ্ধান্ত কোচের উপরই ছেড়ে দিতে চাইছেন বাগান-সচিব। বললেন, ‘‘আই লিগে কাদের টিমে রাখবে সেটা সঞ্জয়ই বেছে নিক।’’এ দিকে বাগানের পয়েন্ট কেটে টালিগঞ্জ অগ্রগামীকে দিয়ে দেওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ বাগান সচিব। এ দিন তিনি আই এফ এ-র বিরুদ্ধে মামলার ইঙ্গিত দিতে শুরু করলেন। বলে দিলেন, ‘‘অনূর্ধ্ব ২৩ ফুটবলার না খেললে কী শাস্তি দেওয়া হবে তার কোনও নির্দিষ্ট নিয়ম কোথাও লেখা নেই। আমরা কাগজপত্র তৈরি করছি। আই এফ এ-র সিদ্ধান্তের চিঠি পাওয়ার পর ঠিক করব আদালতে যাব, না অ্যাপিল কমিটির কাছে আবেদন করব।’’

Advertisement

বাগানে যখন সাফাই প্রক্রিয়া চলছে তখন ইস্টবেঙ্গলের দুই বিদেশি র‌্যান্টি মার্টিন্স আর বেলো রজ্জাককে ফিট করে তুলতে প্রতিদিন অনুশীলন করাচ্ছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। কলকাতা লিগ জেতা পুরো টিমকে অবশ্য ছুটি দিয়ে দিয়েছেন কোচ। কিন্তু দুই নাইজিরিয়ানের ফিটনেস এবং ফর্ম বিশ্বজিৎকে চিন্তায় রেখেছে। লাল-হলুদের অনুশীলন শুরু হবে সম্ভবত ২২ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement