Mohunbagan discussion

মোহনবাগানের সভা

২০১৬-১৭ মরসুমের আই লিগ জেতার জন্য কী ভাবে এগোনো হবে তা নিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে সভা করলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। সহ সচিব সৃঞ্জয় বসু, অর্থ সচিব দেবাশিস-দত্ত সহ ফুটবল বিভাগের কর্তারা ছিলেন শুক্রবারের সেই আলোচনা সভায়।

Advertisement
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০৪:১০
Share:

২০১৬-১৭ মরসুমের আই লিগ জেতার জন্য কী ভাবে এগোনো হবে তা নিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে সভা করলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। সহ সচিব সৃঞ্জয় বসু, অর্থ সচিব দেবাশিস-দত্ত সহ ফুটবল বিভাগের কর্তারা ছিলেন শুক্রবারের সেই আলোচনা সভায়। সেখানে কোচকে বলা হয়, চোটের জন্য মাঠের বাইরে চলে যাওয়া ধনচন্দ্রের জায়গায় একজন লেফট ব্যাক এবং আইএসএলে খেলা কোনও বিদেশি স্টপার পছন্দ করে কর্তাদের জানাতে। কর্তারা কোচকে জানিয়েছেন, ড্যারেল ডাফি, কাতসুমি এবং সনি নর্ডি এ বারও থাকছেন টিমে। সঙ্গে জেজে-শৌভিক চক্রবর্তীও। গোয়ার ব্রাজিলিয়ান স্টপার লুসিয়ানো সাব্রোসার সঙ্গে কথা বলে রাখা হলেও তাঁর চেয়ে ভাল কাউকে পেলে নেওয়া হবে বলে ঠিক হয়েছে। বাগানের আই লিগ অনুশীলন শুরু হবে ডিসেম্বরের ১০ বা ১২ তারিখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন