ঘরের মাঠে খেলতে চায় মোহনবাগান

নিজেদের ঘরের মাঠে সামনের মরসুমের ঘরোয়া লিগ খেলতে চায় মোহনবাগান। মঙ্গলবার নির্বাচনের পর নতুন গঠিত কার্যকর কমিটির সভায় তা নিয়ে আলোচনা হয়। মাঠের গ্যালারি এখনও পুরো তৈরি হয়নি। পাতা হয়নি চেয়ারও। তা সত্ত্বেও ক্লাব সচিব অঞ্জন মিত্র বললেন, ‘‘চেষ্টা করব লিগ শুরুর আগে সব চেয়ার পাততে। যদি তা করা সম্ভব না হয় তবে ফাঁকা জায়গা ঘিরে দেওয়া হবে। যাতে ওখানে কেউ বসতে না পারে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:২৬
Share:

নিজেদের ঘরের মাঠে সামনের মরসুমের ঘরোয়া লিগ খেলতে চায় মোহনবাগান। মঙ্গলবার নির্বাচনের পর নতুন গঠিত কার্যকর কমিটির সভায় তা নিয়ে আলোচনা হয়। মাঠের গ্যালারি এখনও পুরো তৈরি হয়নি। পাতা হয়নি চেয়ারও। তা সত্ত্বেও ক্লাব সচিব অঞ্জন মিত্র বললেন, ‘‘চেষ্টা করব লিগ শুরুর আগে সব চেয়ার পাততে। যদি তা করা সম্ভব না হয় তবে ফাঁকা জায়গা ঘিরে দেওয়া হবে। যাতে ওখানে কেউ বসতে না পারে।’’ এ ছাড়াও এ দিনের সভায় গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা হয়, তা হল স্পনসর সমস্যা। স্পনসরদের সঙ্গে কিছু সমস্যার জেরে এখনও সাড়ে চার কোটি টাকা পাননি বাগান কর্তারা। আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করলেও, তা স্পনসরদের সঙ্গে আলোচনার মাধ্যমে করতে চান অঞ্জনবাবুরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন