মৌমাদের নজির

চেক টিটি ওপেনে বড় সাফল্য ভারতের। মৌমা দাস ও মণিকা বাত্রার জুটি ডাবলসে তৃতীয় হল। জাপান, জার্মানির মতো শক্তিশালী দলকে হারিয়ে। এর আগে বেলজিয়াম ওপেন, অস্ট্রেলিয়া ওপেনের মতো চ্যালেঞ্জ সিরিজে সাফল্য থাকলেও এ রকম মেজর সিরিজে বড় জয় ছিল না। সেমিফাইনালে তাঁরা হারেন ১-৩ রাশিয়ার কাছে। মৌমা ও মণিকার জুটি এর আগে বুলগেরিয়া ওপেনেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

Advertisement
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১২
Share:

চেক টিটি ওপেনে বড় সাফল্য ভারতের। মৌমা দাস ও মণিকা বাত্রার জুটি ডাবলসে তৃতীয় হল। জাপান, জার্মানির মতো শক্তিশালী দলকে হারিয়ে। এর আগে বেলজিয়াম ওপেন, অস্ট্রেলিয়া ওপেনের মতো চ্যালেঞ্জ সিরিজে সাফল্য থাকলেও এ রকম মেজর সিরিজে বড় জয় ছিল না। সেমিফাইনালে তাঁরা হারেন ১-৩ রাশিয়ার কাছে। মৌমা ও মণিকার জুটি এর আগে বুলগেরিয়া ওপেনেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement