‘ফার্গি টাইম’ ফেরালেন মোরিনহো

শান্তিতেই হয়তো ঘুমোতে যাবেন স্যর আলেক্স ফার্গুসন। শনিবার। তাঁর উত্তরসূরি জোসে মোরিনহো ফের ওল্ড ট্র্যাফোর্ডে ‘ফার্গি টাইম’ ফিরিয়ে আনলেন যে!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০৩:১৭
Share:

ম্যাচ শেষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ। ছবি: রয়টার্স।

শান্তিতেই হয়তো ঘুমোতে যাবেন স্যর আলেক্স ফার্গুসন। শনিবার। তাঁর উত্তরসূরি জোসে মোরিনহো ফের ওল্ড ট্র্যাফোর্ডে ‘ফার্গি টাইম’ ফিরিয়ে আনলেন যে!

Advertisement

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ থাকার সময় ইনজুরি টাইমে গোল করে জেতার যে ট্রেন্ড বিখ্যাত হয়ে উঠেছিল স্যর অ্যালেক্সের নামে, শনিবারও ঠিক সেটাই হল। হাল সিটির বিরুদ্ধে। র‌্যাসফোর্ড ম্যাচের ৯২ মিনিটের মাথায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ঠিক এ ভাবেই এনে দিলেন মহার্ঘ তিন পয়েন্ট। ইউনাইটেড জিতল ১-০।

অন্য দিকে, প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে রূপকথার লিগ জয়ের পরে খেতাব ধরে কঠিন লড়াইয়ে শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়াল লেস্টার সিটি। সোয়ানসি সিটিকে হারিয়ে মরসুমের প্রথম জয় পেল জেমি ভার্ডির দল। গত মরসুমে ২৪টি গোল করা জেমি ভার্ডি ও ওয়েস মর্গ্যানের গোলে ৩ পয়েন্ট ঘরে তুলল তারা। অন্য দিকে সহজ জয় পেল আন্তোনিও কন্তের চেলসি। বার্নলিকে ঘরের মাঠে ৩-০ হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ শীর্ষে তারা। চেলসির হয়ে গোল করেন এডেন হ্যাজার্ড, উইলিয়ান এবং মোজেস। প্রথম জয় পেল আর্সেনালও। ওয়াটফোর্ডকে ৩-১ ব্যবধানে হারাল আর্সেন ওয়েঙ্গারের দল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন