অমল দত্ত ট্রফি মৃদুলের

তিন বছর কলকাতা লিগ সহ আইএফএর বাকি টুর্নামেন্টের পুরস্কার দেওয়া বাকি। তবে এ মরসুমের লিগের সব ক’টা ডিভিশন ও ট্রেডস কাপের পুরস্কার দিয়ে দিল আইএফএ। কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল পেল পঁচিশ লক্ষ টাকা। রানার্স মহমেডান কুড়ি লক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৬ ০৩:১৫
Share:

তিন বছর কলকাতা লিগ সহ আইএফএর বাকি টুর্নামেন্টের পুরস্কার দেওয়া বাকি। তবে এ মরসুমের লিগের সব ক’টা ডিভিশন ও ট্রেডস কাপের পুরস্কার দিয়ে দিল আইএফএ। কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল পেল পঁচিশ লক্ষ টাকা। রানার্স মহমেডান কুড়ি লক্ষ।

Advertisement

এ ছাড়া, সেরা কোচ হিসেবে মহমেডান প্রশিক্ষক মৃদুল বন্দ্যোপাধ্যায় পেলেন অমল দত্তের নামাঙ্কিত ট্রফি ছাড়াও পঞ্চাশ হাজার টাকা।

প্রিমিয়ারে চ্যাম্পিয়ন পাঠচক্র এবং রানার্স রেইনবো পেল যথাক্রমে কুড়ি এবং পনেরো লক্ষ টাকা। বকেয়া পুরস্কারগুলো পরে দেওয়ার প্রতিশ্রুতি দিল আইএফএ। ছেলেদের লিগের পুরস্কার দেওয়া হলেও মেয়েদের লিগ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বছর তিনেক মহিলা লিগ বন্ধ। তবে এ বছর আবার টুর্নামেন্টটি করার চেষ্টা করছেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। কিন্তু কবে থেকে লিগ শুরু করতে পারবেন, সেটা এখনও অজানা স্বয়ং আইএফএ সচিবের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন