জিতে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল মুম্বই

বৃহস্পতিবার ঘরের মাঠে আইএসএলের শেষ ম্যাচে ১৫ মিনিটে আচিলে এমানা গোল করে এগিয়ে দেন মুম্বইকে। কিন্তু ২৪ মিনিটে মুম্বইয়ের লুসিয়ান গোইয়ান নিজের গোলেই বল ঢুকিয়ে দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১১
Share:

ছবি সৌজন্যে আইএসএল।

নাটকীয় প্রত্যাবর্তন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-কে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর শেষ চারে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল মুম্বই সিটি এফসি।

Advertisement

বৃহস্পতিবার ঘরের মাঠে আইএসএলের শেষ ম্যাচে ১৫ মিনিটে আচিলে এমানা গোল করে এগিয়ে দেন মুম্বইকে। কিন্তু ২৪ মিনিটে মুম্বইয়ের লুসিয়ান গোইয়ান নিজের গোলেই বল ঢুকিয়ে দেন। আবার খেলা শেষ হওয়ার ঠিক আগে তিনিই নাটকীয় ভাবে বদলে দিলেন ম্যাচের রং। ৪৩ মিনিটে লালরিনডিকা রালতের পাস থেকে নর্থ ইস্টকে এগিয়ে দেন মামাদু সাম্বা।

আইএসএলের শেষ চারে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে এ দিন জিততেই হতো রণবীর কপূরের দলকে। অথচ দশ দলের লিগে সব চেয়ে নীচে থাকা নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে মুম্বই। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মুম্বই। ৫৪ মিনিটে এভার্টন স্যান্টোস সমতা ফেরান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রাজু গায়কোয়াড়ের পাস থেকে জয়সূচক গোল করেন গোইয়ান। এ দিন জন আব্রাহামের দলকে হারিয়ে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে উঠে এল মুম্বই।

Advertisement

শুক্রবার শেষ চারে ওঠার আশা বাঁচিয়ে রাখতে নামবে কেরল ব্লাস্টার্স এফসি-ও। কোচিতে ঘরের মাঠে সচিন তেন্ডুলকরের দলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে চেন্নাই। সমসংখ্যক ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে কেরল। প্রথম পর্বে ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে জিততে পারেননি জেজে লালপেখলুয়া-রা। ম্যাচ শেষ হয়েছিল ১-১। চেন্নাই কোচ জন গ্রেগরি বলেছেন, ‘‘কঠিন ক্রীড়াসূচি। আমাদের টানা ম্যাচ খেলতে হচ্ছে।’’ কেরল কোচ ডেভিড জেমস বলছেন, ‘‘শেষ দু’টো ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছি না। তাই আক্রমণাত্মক ফুটবলই খেলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন