প্যানেলে শুনানি শেষ, নরসিংহ নিয়ে রায় পিছোল

নরসিংহ যাদবের মামলায় রায়দান পিছিয়ে দিল নাডার শৃঙ্খলারক্ষা প্যানেল। এ দিন ডোপ-মামলার শুনানি শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হয়, প্যানেল এ ব্যাপারে শনিবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০৩:৫৫
Share:

শুনানি থেকে বেরিয়ে নরসিংহ। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

নরসিংহ যাদবের মামলায় রায়দান পিছিয়ে দিল নাডার শৃঙ্খলারক্ষা প্যানেল। এ দিন ডোপ-মামলার শুনানি শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হয়, প্যানেল এ ব্যাপারে শনিবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Advertisement

এই অবস্থায় নরসিংহ নিজে আশা ছাড়তে নারাজ। বলেছেন, ‘‘আমি এখনও রিও যাওয়া নিয়ে আশাবাদী। প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। আমি ডোপ করিনি। প্যানেলকে সত্যিটা জানিয়েছি। আশা করি আমি যে নির্দোষ এবং চক্রান্তের শিকার সেটা বুঝে প্যানেল সঠিক রায় দেবে।’’

নাডার আইনজীবী গৌরাঙ্গ কান্ত আবার জানিয়েছেন, হলফনামা দাখিল করে চক্রান্তের অভিযোগ আনলেও সেটা প্রমাণ করতে পারেননি নরসিংহের আইনজীবীরা। গৌরাঙ্গ বলেছেন, ‘‘হলফনামায় বলা হয়েছে নরসিংহের পানীয় বা জলে চক্রান্ত করে স্টেরয়েড মেশানো হয়। কিন্তু অভিযোগের স্বপক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নেই। তাই নাডা মনে করে ওকে ছাড় দেওয়ার কোনও কারণ নেই।’’

Advertisement

চুয়াত্তর কেজি বিভাগে ছাব্বিশের কুস্তিগিরের পাশে এখনও রয়েছে জাতীয় কুস্তি ফেডারেশন। গতকাল নরসিংহের সঙ্গে ফেডারেশন এক কুস্তিগির-সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর করে। এঁরা সোনপতের সাই কেন্দ্রে নরসিংহের খাবার বা পানীয়ে স্টেরয়েড মেশান বলে অভিযোগ করা হয়েছে। তবে নরসিংহ শিবিরের দুশ্চিন্তা বেড়েছে ২৫ জুনের পর গত ৫ জুলাই সংগ্রহীত মূত্রের নমুনাতেও স্টেরয়েড মেলায়। তিনি চক্রান্তের শিকার মেনে নিয়ে আইন অনুয়ায়ী প্যানেল তাঁকে নির্দোষ ঘোষণা করলেও, শরীরে স্টেরয়েড থাকলে রিও যেতে পারবেন না তিনি।

এই অবস্থায় নাডা প্যানেলের দিকে তাকিয়ে গোটা দেশ। যাদের রায়ে যবনিকা নামবে রুদ্ধশ্বাস নরসিংহ-নাটকে। প্যানেল ছাড় দিলে রিও যাওয়ার রাস্তা খুলবে নরসিংহের। তবে এমনও শোনা যাচ্ছে, প্যানেলের রায় বিপক্ষে গেলে দুই থেকে চার বছর পর্যন্ত সাসপেন্ড হতে পারেন কুস্তিগির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন