বিজয় মিছিলে গুরু-শিষ্য।
ছাড় পেলেও রিওর টিকিট এখনই পাচ্ছেন না নরসিংহ। নাডার ছাড়পত্র হাতে এলেও তাঁর সামনে বড় কাঁটা ওয়াডা। মঙ্গলবার রায় পুনর্বিবেচনার কথা জানিয়ে ওয়াডার কর্তা ম্যাগি ডুরান্ড বলেছেন, ‘‘কেসফাইল আর রায়ের কাগজপত্র চেয়ে পাঠিয়েছি। আমরা পুনর্বিবেচনা করে দেখব।’’