Handlball player commit suicide

প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আত্মঘাতী জাতীয় স্তরের হ্যান্ডবল প্লেয়ার

এক সব্জি বিক্রেতার ঘরে জন্ম নিয়ে পূজা স্বপ্ন দেখেছিল বড় হ্যান্ডবল প্লেয়ার হওয়ার। এখানেই থেমে ছিল না তাঁর স্বপ্নের উড়ান। বাকিদের মতো শুধু খেলাকেই বেছে না নিয়ে পড়াশুনোও করতে চেয়েছিলেন পঞ্জাবের এক প্রত্যন্ত গ্রামে বেরে ওঠা এই মেয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ১৭:২৩
Share:

ছবি প্রতীকী।

এক সব্জি বিক্রেতার ঘরে জন্ম নিয়ে পূজা স্বপ্ন দেখেছিলেন বড় হ্যান্ডবল প্লেয়ার হওয়ার। এখানেই থেমে ছিল না তাঁর স্বপ্নের উড়ান। বাকিদের মতো শুধু খেলাকেই বেছে না নিয়ে পড়াশুনোও করতে চেয়েছিলেন পঞ্জাবের এক প্রত্যন্ত গ্রামে বেরে ওঠা এই মেয়ে। কিন্তু সেই স্বপ্ন ঝড়ে গেল অকালেই। মাত্র ২০ বছর বয়সে নিজের জীবন শেষ করে পূজা বুঝিয়ে গেলেন আরও কত পূজা ছড়িয়ে রয়েছেন দেশের আনাচ-কানাচ। যাঁদের খবর কেউ রাখে না। যাঁদের দেওয়া প্রতিশ্রুতিও যে ভাবে বছর ঘুরতেই বদলে যায় দাবিতে।

Advertisement

২০ বছরের পূজা যখন পাতিয়ালার খালসা কলেজে ভর্তি হয়েছিলেন তখন তাঁকে বিনা খরচেই থাকা-খাওয়ার ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় বর্ষে পৌঁছতেই কলেজ কর্তৃপক্ষের অবস্থান বদলে যাবে কে ভেবেছিল। অনেক অনুরোধের পরও যখন তাঁরা কোনও কথাই শুনল না তখন জীবন দিয়ে প্রতিবাদের কথা ভাবলেন পূজা। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বিস্তারিত জানিয়ে গেলেন। জাতীয় স্তরের এই হ্যান্ডবল প্লেয়ার তাঁর চিঠিতে লিখেছেন, ‘‘আমি আমার জীবন শেষ করে দিচ্ছি কারণ আমার কাছে হস্টেলের খরচ বহন করার মতো টাকা নেই। বাড়ি থেকে রোজ কলেজ যেতে ১২০টাকা খরচ, সেটাও নেই। আমার মতো গরিব মেয়েদের জন্য বিনামূল্যে পড়ার ব্যবস্থা করা হোক।’’

চার পাতার সুইসাইড নোট ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছে পূজার পরিবার। যেখানে পূজা তাঁর মৃত্যুর জন্য তাঁর কোচের দিকেও আঙুল তুলেছেন। ‘‘হস্টেলে ঘর দেওয়ার ব্যাপারে আমার কোচ সবার আগে বেকে বসেন। এবং আমাকে বাধ্য করেন রোজ বাড়ি থেকে যাতায়াত করতে। যার জন্য আমাকে প্রতিমাসে ৩,৭২০ টাকা ব্যয় করতে হত। আমার বাবার পক্ষে সেটা দেওয়া সম্ভব ছিল না।’’

Advertisement

আরও খবর

রিও অলিম্পিক্সে চোট পেলেন যাঁরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন