Neeraj Chopra

ভক্তের আবেদনে সাড়া নীরজের, প্রতিযোগিতার ভিভিআইপি টিকিট, সব খরচের ব্যবস্থা করলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন

আর্থিক সমস্যায় পড়া এক ভক্তকে ভিভিআইপি টিকিটের ব্যবস্থা করে দিলেন নীরজ চোপড়া। সব খরচও দেবেন অলিম্পিক্স সোনাজয়ী জ্যাভলিন তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৯:৩৯
Share:

নীরজ চোপড়া। —ফাইল চিত্র।

বড় মনের পরিচয় দিলেন নীরজ চোপড়া। আর্থিক সমস্যায় পড়া এক ভক্তকে ভিভিআইপি টিকিটের ব্যবস্থা করে দিলেন অলিম্পিক্স সোনাজয়ী জ্যাভলিন তারকা।

Advertisement

৫ জুলাই থেকে বেঙ্গালুরুতে হবে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ প্রতিযোগিতা। তামিলনাড়ুর রঞ্জিতের এই প্রতিযোগিতা স্টেডিয়ামে বসে দেখার খুব ইচ্ছা। তিনি থাকেন কোয়েম্বাটুরে। সেখান থেকে বেঙ্গালুরুতে আসার মতো আর্থিক সঙ্গতি তাঁর নেই। সে কথা নেটমাধ্যমে জানিয়ে রঞ্জিত লেখেন, ‘‘যদি কেউ আমাকে ২০০০ টাকা দেয়, তা হলে আমি কোয়েম্বাটুর থেকে খেলা দেখতে যাব।’’

কিছুক্ষণের মধ্যেই এর জবাব পেয়ে যান রঞ্জিত। খোদ নীরজ লেখেন, ‘‘রঞ্জিত, বেঙ্গালুরুতে তোমার জন্য ভিভিআইপি টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তোমার এনসি ক্লাসিক দেখতে আসার সব খরচ আমি দেব। আর র‍্যাডিসন হোটেলে আমার থেকে মাত্র ৯০ মিটার দূরে থাকবে তুমি। তাড়াতাড়ি দেখা হচ্ছে।’’

Advertisement

২৪ মে থেকে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নীরজ। ৫ জুলাই বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে হবে প্রতিযোগিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement