Sports News

আইপিএল-এ দল পেয়ে ইতিহাস সন্দীপের

বেস প্রাইজ ২০ লাখে সন্দীপকে দলে নিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। ৫৮০ জন ক্রিকেটারের মধ্যে অ্যাসোসিয়েট নেশন থেকে দু’জনই নাম লিখিয়েছিলেন আইপিএল-এর নিলামে। কানাডার উইকেট কিপার তারিক হামজা ও নেপালের বোলার সন্দীপ লামিচানেকে ঘিরে এই দুই দেশে উৎসাহ কম ছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ১৬:২০
Share:

নেপালের প্রথম ক্রিকেটার যাঁকে নিল দিল্লি ডেয়ার ডেভিলস। ছবি: সন্দীপ লামিচানের টুইটার থেকে।

তিনিই প্রথম। সন্দীপ লামিচানে। বয়স মাত্র ১৭। জায়গা করে নিলেন আইপিএল দলে। নেপাল থেকে এই প্রথম কোনও ক্রিকেটার আইপিএল-এ দল পেলেন। ২০১৬তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সন্দীপের বোলিং নজর কেড়েছিল। ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনিই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেটও রয়েছে তাঁর দখলে।

Advertisement

বেস প্রাইজ ২০ লাখে সন্দীপকে দলে নিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। ৫৮০ জন ক্রিকেটারের মধ্যে অ্যাসোসিয়েট নেশন থেকে দু’জনই নাম লিখিয়েছিলেন আইপিএল-এর নিলামে। কানাডার উইকেট কিপার তারিক হামজা ও নেপালের বোলার সন্দীপ লামিচানেকে ঘিরে এই দুই দেশে উৎসাহ কম ছিল না। বিশ্বকাপে দারুণ খেলা সন্দীপ নাম লিখিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। কিন্তু তাঁকে কেউ নেয়নি। আইপিএল-এ সুযোগ পেয়ে নেপালের এই বোলার প্রমাণ করে দিলেন তাঁর যোগ্যতা রয়েছে।

নেপাল যদিও ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে খুব বেশি জনপ্রিয় নয়। কিন্তু সেখান থেকে একজন আইপিএল-এর মতো মঞ্চে খেলার সুযোগ পাওয়াটা দেশের ক্রিকেটের স্বার্থে অবশ্য বড় বিজ্ঞাপন। সন্দীপকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লি ডেয়ারডেভিলস টুইট করে সন্দীপকে শুভেচ্ছা জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন আইপিএল নিলাম লাইভ

আরও পড়ুন আইপিএল নিলাম লাইভ' ' ! 😀

আরও পড়ুন আইপিএল নিলাম লাইভ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন