জার্সি উপহার

নেপালের ভূমিকম্পে আক্রান্ত এক খুদে রোনাল্ডো-ভক্ত তার স্বপ্নের উপহার পেল। স্বয়ং পর্তুগিজ মহাতারকার থেকে সই করা জার্সি পেল তেরো বছরের জেতিন শ্রেষ্ঠা। মর্মান্তিক ঘটনা শুনে পর্তুগালের এক সাংবাদিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যোগাযোগ করেন। সিআর সেভেন বরাবরই তাঁর সমর্থকদের জন্য অভিনব জিনিস করেছেন। এ বার জেতিনকে নিজের সই করা জার্সি পাঠিয়ে সঙ্গে লিখেও দেন, ‘‘জেতিন লড়াই ছেড়ো না। শুভেচ্ছা রইল।’’

Advertisement
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০৩:৪৬
Share:

নেপালের ভূমিকম্পে আক্রান্ত এক খুদে রোনাল্ডো-ভক্ত তার স্বপ্নের উপহার পেল। স্বয়ং পর্তুগিজ মহাতারকার থেকে সই করা জার্সি পেল তেরো বছরের জেতিন শ্রেষ্ঠা। মর্মান্তিক ঘটনা শুনে পর্তুগালের এক সাংবাদিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যোগাযোগ করেন। সিআর সেভেন বরাবরই তাঁর সমর্থকদের জন্য অভিনব জিনিস করেছেন। এ বার জেতিনকে নিজের সই করা জার্সি পাঠিয়ে সঙ্গে লিখেও দেন, ‘‘জেতিন লড়াই ছেড়ো না। শুভেচ্ছা রইল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement