India Vs Sri Lanka

নতুন পজিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে নামছেন মনীশ

জাতীয় দলের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ আগেই জানিয়েছিলেন, পাণ্ডের পাশাপাশি এক দিনের দলে ফেরানো হয়েছে কে এল রাহুলকেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ১৪:৩৩
Share:

মনীশ পাণ্ডে। ছবি: সংগৃহীত।

দীর্ঘ সাত মাস পর ভারতীয় দলে ডাক পেয়েছেন মনীশ পাণ্ডে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফরম্যান্স এবং আসন্ন ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে ফেরানো হয়েছে পাণ্ডেকে। তবে, জাতীয় দলে ফিরলেও নিজের পছন্দের ৪ নম্বরে ব্যাট করতে পারবেন কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

Advertisement

জাতীয় দলের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ আগেই জানিয়েছিলেন, পাণ্ডের পাশাপাশি এক দিনের দলে ফেরানো হয়েছে কে এল রাহুলকেও। এবং সেই সময় তিনিই জানিয়েছিলেন চার নম্বরে ব্যাট করতে নামবে রাহুল। ফলে পাঁচ বা ছয় ব্যাট করতে নামতে হবে মনীশকে।

এই বিষয় মনীশ বলেন, “গোটা কেরিয়ারে আমি চার নম্বরে ব্যাট করেছি। ওই পজিশনে খেলার ফলে আমার একটা ধারণা এসে গিয়েছে কত ওভার আমায় খেলতে হবে বা কী ভাবে খেলতে হবে। কিন্তু দল যদি মনে করে এই জায়গায় অন্য কেউ ভাল খেলতে পারবে তা হলে আমার কোনও সমস্যা নেই।”

Advertisement

আরও পড়ুন: অভিষেকের চেয়ারে গিয়ে বসলেন বিরাট

আরও পড়ুন: ভারতেও আসছেন না স্টার্ক

এ দিন তাঁর জায়গায় রাহুলের ব্যাটের প্রসঙ্গে পাণ্ডে বলেন, “’টেস্ট সিরিজে ও দারুণ খেলেছে। আমি ওয়ানডেতেও ওর এই ধারাবাহিকতা দেখতে চাই। এতে দলেরই উপকার হবে।”

তবে, পাঁচে নামলেও তিনি যে খুব তাড়াতাড়ি সেই জায়গা রপ্ত করে নেবেন সেই বিষয়ও এ দিন ভারতীয় সমর্থকদের নিশ্চিত করেন মনীশ। তিনি বলেন, “পাঁচে বা ছয়ে ব্যাট করাটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে, কিছু দিন সময় লাগলেও এই জায়গা আমি ভাল ফল করার বিষয় আশাবাদী। আসলে পাঁচে বা ছয়ে নামলে ভাবার সময়টা খুব কম থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই ১৫ ওভারের ম্যাচ বাকি থাকে। ফলে প্রথম বল থেকেই অ্যাটাকে যেতে হয়।”

এখন দেখার, সাত মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর পর দলের হয়ে কী অবদান রাখেন এই তারকা ব্যাটসম্যান। নজর থাকবে কেএল রাহুলের দিকেও। নতুন পজিশনে কেমন খেলেন রাহুল সেই দিকে নিশ্চয়ই নজর থাকবে ভারতীয় টিম ম্যানেজেন্টের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন