নেইমারকে শান্ত করার চেষ্টা করেছিলাম: হামেস

যে টিমের বিরুদ্ধে তাঁদের দেশের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। গুরুতর চোটে ফুটবল কেরিয়ারই চলে গিয়েছিল প্রশ্নের মুখে। তাদের বিরুদ্ধেই ফের মুখোমুখি লড়াই। বৃহস্পতিবার কোপা আমেরিকার লড়াইতে ঝামেলা তো এড়ানো গেলই না উল্টে লালকার্ড দেখে ফের বিতর্কের কেন্দ্রে তিনি— নেইমার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৩৭
Share:

নেইমারকে বোঝানোর চেষ্টা হামেসের। ছবি: এএফপি।

যে টিমের বিরুদ্ধে তাঁদের দেশের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। গুরুতর চোটে ফুটবল কেরিয়ারই চলে গিয়েছিল প্রশ্নের মুখে। তাদের বিরুদ্ধেই ফের মুখোমুখি লড়াই। বৃহস্পতিবার কোপা আমেরিকার লড়াইতে ঝামেলা তো এড়ানো গেলই না উল্টে লালকার্ড দেখে ফের বিতর্কের কেন্দ্রে তিনি— নেইমার।

Advertisement

কলম্বিয়ার বিরুদ্ধে বারবার কেন মেজাজ হারান নেইমার? প্রশ্ন উঠছে। কলম্বিয়ার পাবলো আরমেরোকে হতাশায় শট মেরে নেইমারের লালকার্ড দেখার পিছনে যদিও ওয়ান্ডার কিডের সতীর্থরা রেফারির দিকেই আঙুল তুলছেন। টিভি রিপ্লেতে অবশ্য দেখা গিয়েছে শুধু বিপক্ষ প্লেয়ারের গায়ে শট মারাই নয়, হেডবাটও দিতে গিয়েছিলেন বার্সেলোনার তারকা। সেটা দেখার পরই কলম্বিয়ার কার্লোস বাক্কা ধাক্কা দেন নেইমারকে। তিনিও লালকার্ড দেখেন।

জাতীয় দল আর নেইমারের ক্লাব সতীর্থ দানি আলভেজ ঘটনার জন্য সরাসরি রেফারিকে তোপ দেগেছেন। ঘটনার পিছনে বিপক্ষ দলের প্ররোচনাও রয়েছে বলে মনে করেন আলভেজ, ‘‘নেইমার যাতে মেজাজ হারায় তাই ওকে চটানোর সব রকম চেষ্টা করেছিল ওরা।’’

Advertisement

ব্রাজিল কোচ দুঙ্গাও মনে করেন কলম্বিয়ার প্ররোচনায় পা দেওয়াটাই কাল হল নেইমারদের। ‘‘কলম্বিয়া দেখিয়ে দিল ওরা কত অভিজ্ঞ দল। আমাদের প্লেয়াররা ফুটবল ভুলে ওদের ফাঁদে পা দিয়ে দিল। ব্রাজিলকে সব ভুলে ফুটবল খেলতে হবে। ব্রাজিল যুদ্ধ করবে কেন। যেটা সবচেয়ে ভাল পারে ব্রাজিল তাতেই ফোকাস করতে হবে। সেটা ফুটবল।’’কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ আবার দাবি করেছেন তিনি ম্যাচের পর নেইমারকে শান্ত করার চেষ্টা করেছিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ সতীর্থ বলেছেন, ‘‘ম্যাচের পর আমি নেইমারকে বলি শান্ত হও। চার দিন আগেই ভেনেজুয়েলার কাছে হারার পর আমি এ রকম পরিস্থিতিতে পড়েছিলাম। প্রচণ্ড রাগ হচ্ছিল হেরে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন