ফিরছেন রোনাল্ডো, নেমারও

এস্প্যানিয়লের বিরুদ্ধে কাতালান ডার্বির আগে স্বস্তি বার্সেলোনা শিবিরে। মাঠে ফিরছেন নির্বাসনমুক্ত নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:৩৮
Share:

প্রস্তুতি: কাতালান ডার্বির মহড়ায় বার্সেলোনার চার তারকা নেমার, পিকে, মেসি ও সুয়ারেজ। ব্রাজিলীয় তারকা মাঠে ফেরায় স্বস্তি বার্সা শিবিরে। ছবি: টুইটার।

এস্প্যানিয়লের বিরুদ্ধে কাতালান ডার্বির আগে স্বস্তি বার্সেলোনা শিবিরে। মাঠে ফিরছেন নির্বাসনমুক্ত নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)।

Advertisement

লা লিগা টেবলে শীর্ষে লিওনেল মেসি-রা। ন’নম্বরে এস্প্যানিয়ল। কিন্তু বার্সেলোনার কাছে এই ম্যাচটার গুরুত্ব এল ক্লাসিকোর চেয়ে কম নয়। নেপথ্যে একই শহরের দুই ক্লাবের চিরকালীন শত্রুতা। তাই আগের ম্যাচে ওসাসুনা-র বিরুদ্ধে ৭-১ জয় ভুলে সাংবাদিক বৈঠকে বার্সা ম্যানেজার লুইস এনরিকে বলেছেন, ‘‘এস্প্যানিয়ল সব সময়ই কঠিন প্রতিদ্বন্দ্বী। আমাদের সমস্ত শক্তি-দুর্বলতা ওরা জানে। ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’

মর্যাদার লড়াইয়ের আগে নেমার-কে নিয়ে যে স্বস্তি ফিরছিল, তা উধাও হয়ে গেল আন্দ্রে ইনিয়েস্তা অনিশ্চিত হয়ে পড়ায়। চোটের জন্য শুক্রবার অনুশীলন করতে পারেননি বার্সা মিডফিল্ডার। সাংবাদিক বৈঠকে এনরিকে বলেছেন, ‘‘নেমার খেলার জন্য তৈরি।’’ আর ইনিয়েস্তা? এনরিকে অবশ্য বলছেন, ‘‘ইনিয়েস্তার চোট রয়েছে। তবে খেলতে পারবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়।’’

Advertisement

রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদানও মনে রাখতে চান না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ প্রথম দলের ন’জনকে বিশ্রাম দিয়েও দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে ৬-২ জয়। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘আমার কোনও ‘এ’ বা ‘বি’ টিম নেই। প্রত্যেক ফুটবলারই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন