গুরু বলছেন, নোভাককে ফের সেরা করবে আগাসি

সোমবারই স্পেনের মার্সেলো গ্র্যানোয়ার্সের বিরুদ্ধে ফরাসি ওপেনে অভিযান শুরু করছেন বিশ্বের দু’নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০৫:০৪
Share:

প্রস্তুতি: ফরাসি ওপেনে নামার আগে জকোভিচ। ছবি: এএফপি

বরিস বেকার-সহ টেনিস দুনিয়ার এক ঝাঁক প্রাক্তন ইতিমধ্যেই ইতিবাচক মন্তব্য করেছেন। এ বার সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের নতুন কোচ হিসেবে আগাসিকে নির্বাচন করার প্রশংসা করলেন কিংবদন্তি টেনিস কোচ নিক বলটিয়েরি।

Advertisement

যাঁর কোচিংয়ে খেলে ১৯৯২ সালে উইম্বলডন জিতে প্রথম গ্রান্ড স্ল্যাম জিতেছিলেন আন্দ্রে আগাসি স্বয়ং। তিন বছর পর বিশ্বের এক নম্বর খেলোয়াড় হন এই মার্কিন টেনিস তারকা। দু’বছর পরেই র‌্যাঙ্কিংয়ে একশো-র বাইরে চলে যান আগাসি। ফের দু’বছর পর এক নম্বরের আসন পুর্নদখল করেন। বলটিয়েরির কোচিংয়েই আগাসির উত্থান এবং পতন দুইয়েরই অভিজ্ঞতা রয়েছে।

সোমবারই স্পেনের মার্সেলো গ্র্যানোয়ার্সের বিরুদ্ধে ফরাসি ওপেনে অভিযান শুরু করছেন বিশ্বের দু’নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। যে ম্যাচের আগে আগাসির একদা কোচ বলটিয়েরি বলছেন, ‘‘জকোভিচ এই মুহূর্তে যে ফর্মে রয়েছে, তাতে ওকে জয়ের রাস্তায় ফেরানোর জন্য আসল লোক আগাসিই। একদম সঠিক সময়ে কোচ নির্বাচন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নোভাক। আগাসি জানে এই পরিস্থিতির মোকাবিলা করার ওষুধ কী।’’

Advertisement

এখানেই না থেমে বলটিয়েরি জকোভিচ সম্পর্কে আরও বলেন, ‘‘আগাসি জানে র‌্যাঙ্কিং কমে গেলে কী ভাবে তা ফেরত আনতে হয়। নোভাকের সমস্যা হচ্ছে একটাই। তা হল ওর স্ট্রোক-এ। আগাসি তা ধরেও ফেলেছে এত দিনে। আগাসির হাতে পড়ে নোভাক ফের বিজয়ীর মুকুট ফিরে পাবে বলেই আমার বিশ্বাস।’’

আরও পড়ুন: ট্রফি দিয়েই বিদায় নিলেন এনরিকে

ইতিমধ্যেই টেনিস দুনিয়ায় কথা উঠতে শুরু করেছে কোনও দিন কোনও খেলোয়াড়কে পেশাদার কোচিং না করিয়ে কী ভাবে জকোভিচ-এর কোচ হিসেবে সাফল্য পাবে আগাসি। এ দিন তার ব্যাখ্যাও দিয়েছেন বলটিয়েরি। বলছেন, ‘‘আমি সন্দিহান টেকনিক্যাল দিক দিয়ে পিছিয়ে থাকা কোনও খেলোয়াড়কে কোচিং করিয়ে আগাসি সাফল্য পাবে কি না। কিন্তু নোভাকের টেকনিক নিয়ে কোনও সমস্যা নেই। আগাসি নিজেও নোভাকের মতোই খেলত। দু’জনেরই কোর্টে রিটার্ন ভাল। ফলে নোভাকের ক্ষেত্রে আগাসি সফল হবেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement