বিশ্বকাপ নিয়ে এখনও সংশয় নেই, জানাল আইসিসি

সিসিআই-এর প্রধান কর্তা থেকে শুরু করে তারকা ক্রিকেটার হরভজন সিংহ— দেশের ক্রিকেট মহলে বিভিন্ন স্তর থেকে দাবি উঠতে শুরু করেছে, ১৬ জুন ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করুক ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪৬
Share:

১৬ জুন ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করুক ভারত। কিন্তু এই জল্পনায় প্রভাবিত নয় আইসিসি। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ ক্রিকেটে কি পাকিস্তানকে বয়কট করবে ভারত? ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ কি আদৌ হবে? এই নিয়ে জল্পনায় যখন তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল, তখন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানাল, এই ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত কোনও সংশয় নেই।

Advertisement

সিসিআই-এর প্রধান কর্তা থেকে শুরু করে তারকা ক্রিকেটার হরভজন সিংহ— দেশের ক্রিকেট মহলে বিভিন্ন স্তর থেকে দাবি উঠতে শুরু করেছে, ১৬ জুন ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করুক ভারত। কিন্তু এই জল্পনায় প্রভাবিত নয় আইসিসি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ নিয়ে কোনও অনিশ্চয়তার সম্ভাবনা এখনই দেখতে পাচ্ছে না তারা। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক বিবৃতিতে সংস্থার চিফ এগজিকিউটিভ ডেভ রিচার্ডসন জানান, ‘‘সম্প্রতি ভয়ঙ্কর জঙ্গি হানায় নিহত ও ক্ষতিগ্রস্থদের জন্য আমরা ব্যথিত। পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। তবে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে কোনও ম্যাচ না হওয়ার কোনও রকম ইঙ্গিত এই মুহূর্তে আমাদের কাছে নেই। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা ক্রিকেটের রয়েছে। সদস্যদের নিয়ে সেই চেষ্টাই চালিয়ে যাব আমরা।’’

সোমবারই ভারতীয় ক্রিকেট তারকা হরভজন সিংহ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করার আর্জি জানান বিরাটদের কাছে। বলেন, ‘‘দেশই সবার উপরে। আর আমরা সবাই দেশের পাশে। শুধু ক্রিকেট নয়, কোনও খেলাই দেশের চেয়ে বড় নয়। দেশের জওয়ানদের যেখানে বারবার হত্যা করা হচ্ছে, সেখানে অবশ্যই সব ক্ষেত্রের মানুষকেই প্রতিবাদে গর্জে উঠতে হবে। খেলোয়াড়দেরও এই দায়িত্ব রয়েছে। সরকারের পক্ষ থেকে যা পদক্ষেপ নেওয়ার, তা তো নেওয়া হবেই। কিন্তু ক্রিকেটার হিসেবে আমি মনে করি, পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেটীয় সম্পর্ক রাখা উচিত নয়। বিশ্বকাপেও আমাদের পাকিস্তানকে বয়কট করা উচিত। পাকিস্তান ম্যাচ না খেললেও আমাদের কোনও ক্ষতি হবে না। ওদের বিরুদ্ধে না খেলেও আমরা ফাইনালে উঠতে পারব।’’

Advertisement

কিন্তু ভারতীয় বোর্ডের কর্তাদের তাঁর সঙ্গে একমত হতে পারছেন না। তাঁদের প্রশ্ন, ভারত যদি লিগ পর্বের ম্যাচে পাকিস্তানকে বয়কট করে, তা হলে পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হলেও তাদের বিরুদ্ধে মাঠে না নামা উচিত। তখনও কি এই অবস্থানে স্থির থাকা যাবে? এক কর্তা এ দিন সংবাদ সংস্থাকে বলেন, ‘‘আমরা একটা কাল্পনিক বিষয়ে আলোচনা করছি এখন।’’

এ ছাড়া আরও একটা তত্ত্ব উঠে এসেছে বোর্ডের অন্দরমহল থেকে। যেখানে বলা হচ্ছে, ১৯৯৯-এর বিশ্বকাপে যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল, তখন কার্গিলের যুদ্ধ চলছিল। তখনও এই চরম সিদ্ধান্ত না নেওয়া হয়ে থাকলে, এখন কেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement