নর্থ-ইস্ট বনাম পুণে সিটি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহিত।
নর্থ-ইস্ট ১ (রোমারিক)
পুণে ০
৮১ মিনিটে রোমারিকের ফ্রিকিকটা যখন পুণে ওয়ালের মাথার উপর দিয়ে গোলের পথে তখন সঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন এডেল বেটে। কিন্তু রোমারিকের মাপা ফ্রিকিক সরাসরি বেটের মাথার উপর দিয়ে চলে যায় গোলে। পুণের হাতে ফেরার জন্য বাকি সময়টা থাকলেও অ্যাওয়ে ম্যাচে সব সমর্থন ছিল নর্থ-ইস্টের পক্ষেই। সেখানেই অনেকটা চাপে পরে যান হাবাসের ছেলেরা। ম্যাচের উত্তেজনার মধ্যেই দুই দলের প্লেয়াররা হাতাহাতিতে জড়ান। যদিও সেই সমস্যা বেশি দূর গড়ায়নি।
একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল আরও একটা ড্র ম্যাচ দেখতে চলেছে তৃতীয় আইএসএল। কিন্তু তেমনটা হল না। জয়ের স্বাদ পাওয়া হাবাসের পুণেকে হেরে যেতে হল ছ’ম্যাচে জয়ের মুখ না দেখা নর্থ-ইস্টের কাছে। জয়ের ফিরল উত্তর-পূর্বের দল। এদিন গত ম্যাচে গোল পাওয়া লেনি রডরিগেজকে দলে রাখতে প্রথম এগারোয় লিংদোকে রাখেননি কোচ হাবাস। উল্টোদিকে, নর্থ-ইস্ট কোচ নেলো ভিনগাদা বাধ্য হয়েছিলেন দলে তিনটি পরিবর্তন আনতে। চোটের জন্য এদিন খেলতে পারেননি গুস্তাভো, নির্মল ছেত্রী ও রবিন গুরুং। সেখানে দলে এসেছিলেন সালাম সিংহ, শৌভক ঘোষ ও দিদিয়ের জোকোরা। আর তাতেই শেষ মুহূর্তে বাজিমাত নর্থ-ইস্টের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টিও পেতে পারত হোম টিম। যখন আলফারোকে বক্সের মধ্যেই ফেলে দিয়েছিলেন গৌরমাঙ্গি সিংহ। কিন্তু রেফারি দেননি। না হলে জয়ের ব্যবধান বেশি হতে পারত। কিন্তু পুরো ম্যাচে তেমনভাবে গোলের সুযোগই তৈরি করতে পারেনি কোনও দল। যার ফল গোলও এল ফ্রিকিক থেকে।
আরও খবর
বিচ্ছেদ হয়ে গেল ক্লিন্সম্যান-ইউএস সকারের