ভারতীয় ফুটবল ফেডারেশনে বিশেষজ্ঞ হিসেবে তাঁর ভূমিকা নিয়ে মুখ খুললেন ভাইচুং ভুটিয়া। রবিবার আনন্দবাজারে প্রকাশিত খবরের জেরেই বিবৃতি দিতে বাধ্য হন ভাইচুং।
রবিবার আনন্দবাজারে খবর প্রকাশিত হয়েছে যে, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে ভাইচুং-কে। সেই রিপোর্টে আরও খবর ছিল যে, এ বছরের জানুয়ারিতে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের টেকনিক্যাল পরামর্শদাতা হিসেবেও তাঁর চুক্তিও নবীকরণ হয়নি। পরামর্শদাতার পদের জন্য বেতন পেতেন ভাইচুং। জানুয়ারি থেকে সেই পদে আর তিনি নেই।
ডিসেম্বরের পর যে তিনি এই ভূমিকায় আর নেই, তা মেনে নিয়েছেন ভাইচুং স্বয়ং। সঙ্গে যদিও দাবি করেছেন, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এমন খবর ভিত্তিহীন। ‘‘আমি জানি না সরিয়ে দেওয়ার খবর কোথা থেকে এল। গত বছর বার্ষিক সাধারণ সভাতেই আমার পদের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। এখন নতুন কমিটি গড়া হবে নতুন পরামর্শদাতা নিয়োগ করার জন্য,’’ সংবাদসংস্থাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন তিনি।
তবে ভাইচুং এমন বললেও ফেডারেশন প্রেসিডেন্টের টেকনিক্যাল পরামর্শদাতা কোনও কমিটি নির্বাচন করে না। সেটা বাছেন স্বয়ং এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। ভাইচুংকে তাঁর পরামর্শদাতা নিয়োগ করার সিদ্ধান্তও তাঁরই ছিল। ফেডারেশন সূত্রে খবর, পরামর্শদাতা হিসাবে ভাইচুংয়ের চুক্তি নবীকরণ করা হয়নি এবং অদূর ভবিষ্যতে করা হবে, এমন সম্ভাবনাও ক্ষীণ। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের পদের জন্যও ইতিমধ্যেই তিন-চার জন জনপ্রিয় প্রাক্তন তারকার নাম বাছা হয়েছে বলে খবর। অপেক্ষা ভারতীয় ফুটবলে সর্বময় কর্তা প্রফুল্ল পটেলের চূড়ান্ত অনুমোদনের।