জিতলেন জোকার

কোচিং টিমকে ছেঁটে ফেলার পরে প্রথম ম্যাচে নেমেই বিপদে পড়ে গিয়েছিলেন নোভাক জকোভিচ। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে তিনি নিকোলাস আলমাগ্রোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়ে জেতেন ৬-১, ৪-৬, ৭-৫।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৪:০৯
Share:

কষ্টার্জিত: মাদ্রিদ ওপেনে নিকোলাস আলমাগ্রোকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচ। যদিও লড়াই করে জিততে হল ম্যাচ। ছবি: রয়টার্স

কোচিং টিমকে ছেঁটে ফেলার পরে প্রথম ম্যাচে নেমেই বিপদে পড়ে গিয়েছিলেন নোভাক জকোভিচ। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে তিনি নিকোলাস আলমাগ্রোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়ে জেতেন ৬-১, ৪-৬, ৭-৫। টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সার্বিয়ান তারকা দশ বছর ধরে তাঁর কোচ থাকা মারিয়ান ভায়দাকে ছেঁটে ফেলেছিলেন। যে ঘটনাকে ‘শক থেরাপি’ বলেওছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু’নম্বর সার্বিয়ান তারকা। শোনা যাচ্ছে, তাঁর নতুন কোচ হিসেবে নাকি দেখা যেতে পারে আন্দ্রে আগাসিকে। যা নিয়ে জকোভিচ বলেছেন, ‘‘আমি এমন একজন কোচ চাই, যার অভিজ্ঞতা অনেকটা আমার মতোই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement