Novak Djokovic

Novak Djokovic: মন্টে কার্লো ওপেনে হেরে কী করলেন জোকোভিচ, দেখুন ভিডিয়ো

নেমার এবং ভেরাত্তি মন্টে কার্লো ওপেনে জোকোভিচের খেলা দেখতে এসেছিলেন। উল্লেখ্য মন্টো কার্লো ওপেন চলতি মরসুমে জোকোভিচের দ্বিতীয় প্রতিযোগিতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৩:৫২
Share:

নোভাক জোকোভিচ। ফাইল ছবি।

মন্টে কার্লো ওপেনের প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। টেনিস কোর্টে সেরা পারফরম্যান্স করতে না পারলেও ফুটবল পায়ে চমক দেখালেন সার্বিয়ান।

স্পেনের আলেজান্দ্রো ডেভিডোভিচ ফোকিনার কাছে জোকোভিচ হেরেছেন ৩-৬, ৭-৬, ১-৬ ব্যবধানে। প্রথম রাউন্ডে হারলেও মেজাজেই আছেন তিনি। প্যারিস সঁ জঁ-র দুই তারকা নেমার এবং মার্কো ভেরাত্তির সঙ্গে মাতলেন ফুটবলে। দুই ফুটবলারের সঙ্গে টেনিস বলের মতো দেখতে ফুটবল নিয়ে নাচালেন পায়ে। একে অপরকে পাস দিলেন। বল ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পেরে টি-শার্টে মুখও ঢাকলেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক।

Advertisement

নেমারদের সঙ্গে খেলার ভিডিয়ো নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জোকোভিচ। নেমার এবং ভেরাত্তি মন্টে কার্লো ওপেনে জোকোভিচের খেলা দেখতেই এসেছিলেন। উল্লেখ্য মন্টো কার্লো ওপেন চলতি মরসুমে জোকোভিচের দ্বিতীয় প্রতিযোগিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement