এই ফর্মে নোভাকের ক্যালেন্ডার স্ল্যামটাও দেখতে পাচ্ছি

জকোভিচ কেরিয়ার স্ল্যাম করে ফেলল। যে ভাবে করল তার পর এই লেখার শুরুতেই একটা ভবিষ্যদ্বাণী করার লোভ সামলাতে পারছি না।

Advertisement

জয়দীপ মুখোপাধ্যায়

শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০৪:০৭
Share:

জেতার পরে শুয়েই পড়লেন। জকোভিচ। করলেন কেরিয়ার স্ল্যামও। রবিবার প্যারিসে। ছবি: রয়টার্স

জকোভিচ কেরিয়ার স্ল্যাম করে ফেলল। যে ভাবে করল তার পর এই লেখার শুরুতেই একটা ভবিষ্যদ্বাণী করার লোভ সামলাতে পারছি না।

Advertisement

জকোভিচ এ বার ক্যালেন্ডার স্ল্যাম-ও করে ফেলবে ২০১৬-এ।

রড লেভারের আমলের প্লেয়ার আমি। সত্যিকারের কেরিয়ার স্ল্যাম করা বলতে তাই ক্যালেন্ডার স্ল্যাম বুঝি। অতুলনীয় লেভার যা দু’বার করেছে।

Advertisement

জকোভিচকে এই মুহূর্তে প্রায় সেই রকমই অপ্রতিরোধ্য, দুর্ভেদ্য দেখাচ্ছে!

স্লো ক্লে কোর্টেই যার শটে এমন ভয়ঙ্কর জোর, গতি, সে ঘাসের কোর্টে বা হার্ডকোর্টে কী বিষম বস্তু হয়ে উঠবে ভাবতে আমারই অবাক লাগছে। তা হলে ওর প্রতিদ্বন্দ্বীরা কতটা শিউরে উঠবে ভাবুন এক বার।

কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম তো ওর গত চার বছর ধরেই প্রাপ্য ছিল। ফরাসি ওপেনে শেষ পাঁচ বারে এই নিয়ে চার বার ফাইনাল খেলল। রবিবার অ্যান্ডি মারেকে ৩-৬, ৬-১, ৬-২, ৬-৪ হারানোর আগে রোলাঁ গারোয় ফাইনালে দু’বার নাদালের কাছে হেরেছে। এমনকী গত বার ওয়ারিঙ্কার সেই অবিস্মরণীয় ব্যাকহ্যান্ডের কাছে। এ দিনও মারের বিরুদ্ধে প্রথম সেট কোনও লড়াই ছাড়াই হেরেছিল। ওই সময় বিশ্বের এক নম্বর প্লেয়ারকে অগোছাল মনে হচ্ছিল আমার। একটু যেন নার্ভাসও! যতই হোক, এই কোর্টেই তিন-তিন বার ফাইনালে হারার দুঃস্বপ্ন চোখে থাকা বলে কথা।

কিন্তু এ জন্যই ও টেনিসের জোকার! দ্বিতীয় সেট শুরু করল, যেন সেখান থেকেই ফাইনাল ম্যাচটা শুরু হয়েছে। এক সেট পিছিয়ে থাকার কোনও চিহ্নমাত্র নেই বডি ল্যাংগোয়েজে। উল্টে উপভোগ করছে এত বড় ফাইনাল খেলাটাকে। আর এক বার জকোভিচ নিজের ছন্দে ফিরতে নেটের উল্টো দিকের ছেলেটা যে বিশ্বের দু’নম্বর, এই মুহূর্তে ক্লে কোর্টে জীবনের সেরা ফর্মে রয়েছে কে বলবে! মারেকে তখন প্রথম রাউন্ড‌ের কোনও টম-হ্যারি পর্যায়ে নামিয়ে আনল জকোভিচ। দ্বিতীয়-তৃতীয় সেটে মারেকে নিয়ে প্রায় ছেলেখেলা করেছে। ইচ্ছে মতো ব্রেক করেছে। এমন সব ড্রপ ভলি রিটার্ন করেছে যেগুলো মারের একশো ভাগ উইনার হওয়ার কথা। অথচ পয়েন্ট কেড়ে নিয়েছে জকোভিচ।

চূড়ান্ত স্কিল, অবিশ্বাস্য ফিটনেস, অসাধারণ কোর্ট কভারিংয়ের সঙ্গে দারুণ বুদ্ধিমত্তাও না থাকলে এত নিখুঁত টেনিস খেলা আমার মতে কারও পক্ষে সম্ভব নয়। জকোভিচ এখন ওরকমই সর্বোচ্চ ফর্মে রয়েছে। অথচ ওর বয়স খুব একটা কম নয়। টিভিতে দেখলাম, কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম ওর চেয়ে বেশি বয়সে করেছে একমাত্র আন্দ্রে আগাসি। তাও মাত্র ২২ দিনের সিনিয়র। ফরাসি ওপেনের মধ্যেই ঊনত্রিশ পেরনো জকোভিচের অনবদ্য স্কিলের রহস্য আমার মতে তিনটে। এক) ওর সম্পূর্ণ গ্লুটন-ফ্রি খাওয়াদাওয়া। দুই) বরিস বেকারের মতো কিংবদন্তি প্রাক্তন-সহ দুর্ধর্ষ সাপোর্ট স্টাফ টিম সঙ্গে থাকা। তিন) নাদালের মতো ফিজিক্যাল টেনিস খেলা সত্ত্বেও চোট এড়াতে পারা। যেটা সম্ভব হয়েছে, ওর শক্তিশালী শরীরে একটুও মেদ না থাকায়। মাসলে চাপ পড়ে যে কারণে কম।

অল কোর্ট প্লেয়ার বলতে যা বোঝায় জকোভিচ ঠিক তা-ই। কোনও ধরনের সারফেসেই ওর খেলায় বড় কোনও দুর্বলতা নেই। এই ফর্মে জকোভিচ আর তিন বছরও থাকলে ফেডেরারের সতেরো গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডও হয়তো ভেঙে দেবে।

তা সত্ত্বেও দিনের শেষে জকোভিচও তো মানুষ! চতুর্থ সেটে ৫-২ এগিয়ে গিয়েও নিজের চ্যাম্পিয়নশিপ সার্ভিস গেমে ডাবল ফল্ট করে বসল। গেমটাই ব্রেক হয়ে গেল। ৫-৪ অবস্থায়ও তিনটে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকেও ডিউস হয়ে গেল। ইতিহাসে ঢোকার আগের মুহূর্তের ভয়ঙ্কর চাপ আর কী! শেষমেশ যখন টেনিসের বিরল মাইলস্টোন গড়ে ফেলল, ওর মতো চূড়ান্ত পেশাদারও রোলাঁ গারোর ঐতিহাসিক মাটিতে নিজের র‌্যাকেট দিয়ে ‘লাভ-সাইন’ আঁকতে লাগল!

সত্যিই তো এখন নোভাক জকোভিচ টেনিস জগতের হৃদয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন