Sports News

টেস্টে ভারতের বিরুদ্ধে অধিনায়কত্ব করতে পারলাম না, এটাই হতাশা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজই শেষ সিরিজ হতে চলেছে মিসবা উল হকের। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করে দিলেন তিনি। অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে সিরিজ হারের পরই জল্পনা তুঙ্গে ছিল অবসর নেবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ১৮:১২
Share:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজই শেষ সিরিজ হতে চলেছে মিসবা উল হকের। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করে দিলেন তিনি। অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে সিরিজ হারের পরই জল্পনা তুঙ্গে ছিল অবসর নেবেন তিনি। কিন্তু আরও একটি সিরিজ খেলার সিদ্ধান্ত নেন। ৪২ বছরের মিসবা এই সিরিজ থেকে থেকে ভাল নিয়েই শেষ করতে চাইছেন। এদিন তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর ঘোষণা করছি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজই আমার শেষ সিরিজ।’’

Advertisement

আরও খবর: ১৯৯৬-এর পর সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত

প্রথম শ্রেনীর ক্রিকেটে মিসবার অভিষেক হয়েছিল ১৯৯৮-৯৯এ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ডোমেস্টিক ক্রিকেট খেলে যাবেন বলেই জানিয়েছেন তিনি। বলেন, ‘‘এতদিনের ক্রিকেট জীবনে অনেক ওঠাপড়া দেখেছি। একটা সময় খুব খারাপ খেলার জন্য দল থেকে বাদ পড়তে হয়েছে। এর পর বেশ কিছু ভাল সময়ও এসেছে। যখন আমরা বিশ্বের এক নম্বর টেস্ট টিমের তকমা পেয়েছি। সব মিলে এতদিনের এই চলায় আমি খুশি। আপাতত ডোমেস্টিক ক্রিকেট খেলে যাব।’’ তবে একটা হতাশা নিয়েই তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। বলেন, ‘‘একটাই খারাপ লাগা থেকে গেল, কখনও পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব করতে পারলাম না দেশের মাটিতে। এমন কী ভারতের বিরুদ্ধে অধিনায়কত্ব করা হল না।’’

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। ২০১০এ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। ৫৩টি ম্যাচে অধিনায়কত্ব করে তাঁর ঝুলিতে রয়েছে ২৪টি জয় ও ১৮টি হার। তাঁর অধিনায়কত্বের টেস্টে এক নম্বর দল হয়েছে পাকিস্তান। সেই সময় তিনি অবশ্যে জানিয়েছিলেন, কোনও ভাবেই অবসরের কথা ভাবছেন না তিনি। কিন্তু হঠাৎই এই ঘোষণা। টেস্টে তাঁর রান ৪৯৫১। গড় ৪৫.৮৪।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন