ICC T20 World Cup 2026

সলমনের নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, নকভির বয়কট-হুমকির পরদিনই ১৫ জনের নাম জানাল তাঁরই বোর্ড!

সলমন আঘার অধিনায়কত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে পিসিবি। নকভি বলেছিলেন, তাঁরা আদৌ বিশ্বকাপ খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৩:২৮
Share:

বিশ্বকাপে খেলবেন কি না ঠিক নেই। তবে দল ঘোষণা করে দিল পাকিস্তান! —ফাইল ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনিশ্চয়তার মধ‍্যেই দল ঘোষণা করে দিল পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম‍্যান মহসিন নকভি যেখানে বলেছেন, তাঁরা বিশ্বকাপে খেলবেন কি না এখনও ঠিক নেই, সেখানে সে দেশের বোর্ডই দল জানিয়ে দিল!

Advertisement

সলমন আঘার অধিনায়কত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে পিসিবি। নকভি শনিবার বলেছিলেন, বাংলাদেশকে ‘অন‍্যায় ভাবে’ বিশ্বকাপ থেকে ছাঁটাই করার পর তাঁরা আদৌ খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। এর পরেও রবিবারই বিশ্বকাপ দলের ১৫ সদস‍্যের নাম জানিয়ে দিল তাঁরই পাক বোর্ড!

পাকিস্তানের পুরো দল

Advertisement

সলমন আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মহম্মদ নাফে (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ সলমন মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

কেমন হল পাক দল

পাকিস্তান দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ও হ‍্যারিস রউফের। তবে জায়গা হয়েছে আর এক অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমের। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সম্প্রতি সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া বাবরের অভিজ্ঞতা অবশ্যই পাকিস্তানের ব্যাটিংয়ে কাজে লাগবে।

জোরে বোলিংয়ে রউফের অনুপস্থিতিতে পাকিস্তানকে তাদের পেস আক্রমণে মূলত আফ্রিদি এবং নাসিমের উপরেই ভরসা রাখতে হবে।

অলরাউন্ডার হিসাবে দলে রয়েছেন ফাহিম, শাদাব এবং নওয়াজ।

গ্রুপ ও সূচি

পাকিস্তান গ্রুপ এ-তে রয়েছে। তাদের সঙ্গে রয়েছে ভারত, নেদারল্যান্ডস, আমেরিকা এবং নামিবিয়া। ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান বিশ্বকাপের প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement