ওভালে জিতে সিরিজ ড্র করল পাকিস্তান

মহম্মদ আজহারউদ্দিনের ফোনেই তেতে উঠেছিলেন ইউনিস খান! প্রাক্তন ভারতীয় অধিনায়কের ওই ফোনেই তেতে গিয়ে নাকি ওভালে ডাবল সেঞ্চুরি করে ফেলেন ইউনিস। টেস্ট জিতে সিরিজ ড্র করার পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে নিজেই এ কথা সবাইকে জানিয়ে দেন প্রাক্তন পাক অধিনায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০৪:২০
Share:

মহম্মদ আজহারউদ্দিনের ফোনেই তেতে উঠেছিলেন ইউনিস খান! প্রাক্তন ভারতীয় অধিনায়কের ওই ফোনেই তেতে গিয়ে নাকি ওভালে ডাবল সেঞ্চুরি করে ফেলেন ইউনিস। টেস্ট জিতে সিরিজ ড্র করার পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে নিজেই এ কথা সবাইকে জানিয়ে দেন প্রাক্তন পাক অধিনায়ক। তাঁর ২১৮ রানের ইনিংসই পাকিস্তানের শেষ টেস্ট জয়ের অন্যতম বড় অবদান। চার দিনেই শেষ টেস্ট জিতে সিরিজ ২-২ করল পাকিস্তান। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে আজহারের ফোনের কথা স্বীকার করেন ইউনিস নিজেই। বলেন, ‘‘ফোনটা পেয়ে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। আমি নিজে তো পরিশ্রম করেইছি। সঙ্গে আজহারের এই ফোনও এই ইনিংসটায় খুব কাজে লেগেছে।’’ ওভালে টেস্ট শুরুর আগে ফোনটা আজহার করেছিলেন ইউনিসকে। কী বলেছিলেন আজহার? ইউনিস নিজেই জানান, ‘‘আমার ব্যাটিং নিয়েই কথা হয়েছিল ওর সঙ্গে। আজহারভাই আমাকে ক্রিজে টিকে থাকার পরামর্শ দিয়েছিল। আমি বহুবারই অন্যদের পরামর্শ মেনে চলার চেষ্টা করেছি। এটা কাজও দিয়েছে।’’ ইউনিসের ডাবল সেঞ্চুরি আসে রবিবার টেস্টের চতুর্থ দিনে। তাঁর এই ইনিংসের উপর ভর করে পাকিস্তান প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩২৮-এর জবাবে ৫৪২ তোলে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ২৫৩0 অল আউট করে পাকিস্তানের দুই ওপেনার সামি আসলাম (১২ ন.আ.) এবং আজহার আলি (৩০ ন.আ.) জেতার জন্য ৪০ তুলে নেন অনায়াসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement