টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নের হারের হ্যাটট্রিক। আবুধাবীতে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতেও আট উইকেটে হেরে ওয়াইটওয়াশ হল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় পাকিস্তান। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তোলে মাত্র ১০৩। জবাবে ব্যাট করতে নেমে শোয়েব মালিকরা ১৫.১ ওভারেই জয়ের রান তুলে নেয়।