কোহালি একাই ১১, বার্তা ছিল সাকলিনের

গত বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং উপদেষ্টা ছিলেন সাকলিন। তিনি জানিয়েছেন, ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে তাঁর দুই ছাত্র অফস্পিনার মইন আলি ও লেগস্পিনার আদিল রশিদকে বলেছিলেন, কোহালিকে গোটা ভারতীয় দল হিসেবে ভেবে পরিকল্পনা করতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৩:২৮
Share:

কোহালি।

বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহালি একাই ১১ জনের সমান। বিরাটকে আউট করতে পারলেই জানবে, গোটা ভারতীয় দল বিপর্যস্ত হয়েছে— ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিন বোলিং উপদেষ্টা থাকাকালীন মইন আলি, আদিল রশিদদের প্রতিপক্ষ বিরাট সম্পর্কে এ কথাই বলতেন প্রাক্তন পাক স্পিনার সাকলিন মুস্তাক। সোশ্যাল মিডিয়ায় এই কাহিনিই শোনালেন তিনি।

Advertisement

ধ্রুপদী ব্যাটিং, আগ্রাসন ও বড় রান করার অদম্য ইচ্ছার জন্য গত এক দশকে বোলারদের ত্রাসে পরিণত হয়েছেন কোহালি। টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি— এই তিন ধরনের ক্রিকেটেই তাঁর গড় ৫০-এর উপরে।

গত বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং উপদেষ্টা ছিলেন সাকলিন। তিনি জানিয়েছেন, ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে তাঁর দুই ছাত্র অফস্পিনার মইন আলি ও লেগস্পিনার আদিল রশিদকে বলেছিলেন, কোহালিকে গোটা ভারতীয় দল হিসেবে ভেবে পরিকল্পনা করতে।

Advertisement

৪৩ বছরের এই প্রাক্তন পাক ক্রিকেটারের কথায়, ‍‘‍‘বিরাট একাই এগারো জনের সমান। বিরাটের উইকেট মানেই গোটা ভারতীয় দলের উইকেট পেয়ে যাওয়া। আমি ওদের এ কথাই বলতাম।’’ উল্লেখ্য, ইংল্যান্ডের এই দুই বোলার বিরাটকে ছ’বার করে আউট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

সাকলিন বলেন, ‍‘‍‘একজন বোলার হিসেবে বিপক্ষ ব্যাটসম্যানের সম্পর্কে ঠিক পরিকল্পনা করতে হয়। আর বিরাট হল দক্ষতার শীর্ষে থাকা বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। কোনও ধরনের স্পিনারের বিরুদ্ধেই ওর অসুবিধা হয় না। তা সে বাঁ-হাতি, অফস্পিনার বা লেগস্পিনার, যে-ই হোক না কেন।’’ যোগ করেন, ‍‘‍‘আমি রশিদদের বলতাম, চাপটা তোমাদের উপরে নয়। চাপটা বিরাটের উপরেই রয়েছে। কারণ, সারা বিশ্ব ওর দিকে তাকিয়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন