পিছিয়ে পড়ে মনপ্রীতদের ঝড়, উড়ে গেল পাকিস্তান

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। শনিবার মাস্কটে রাউন্ড রবিন লিগে ৩-১ গোলে জিতলেন মনপ্রীত সিংহেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০৫:১৮
Share:

দুরন্ত: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নেপথ্যে মনপ্রীত। ফাইল চিত্র

ভারত ৩ পাকিস্তান ১

Advertisement

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। শনিবার মাস্কটে রাউন্ড রবিন লিগে ৩-১ গোলে জিতলেন মনপ্রীত সিংহেরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই পাকিস্তান এগিয়ে যায় মহম্মদ ইরফান জুনিয়রের গোলে। ডি বক্সের মধ্যে আলিম বিলালের ফ্লিক ভারতের গোলকিপার সৃজেশ রুখে দিলেও ফিরতি বলে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন ইরফান। এক গোলে পিছিয়ে থেকেই প্রথম কোয়ার্টার শেষ করে ভারত।

Advertisement

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই মনপ্রীতের নেতৃত্বে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে ভারত। বল নিয়ন্ত্রণের লড়াইয়েও এগিয়ে ছিলেন তারা। ম্যাচের রং বদলাতে শুরু করে ২৩ মিনিটে। যখন মাঝমাঠ থেকে উঠে এসে তিন জনকে কাটিয়ে বিপক্ষ গোলকিপারের বাঁ দিকে বল ঠেলে দিয়ে সমতা ফেরান অধিনায়ক মনপ্রীত। সেই সঙ্গে আত্মবিশ্বাসও বেড়ে যায় হরেন্দ্র সিংহের দলের। দ্বিতীয় কোয়ার্টার শেষ হয় ১-১ ফলে।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই অভিনব ভঙ্গিতে গোল করে ভারতকে এগিয়ে দেন স্ট্রাইকার মনদীপ সিংহ। বিপক্ষ গোলের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে দু’পায়ের ফাঁক দিয়ে শট করেন তিনি। গোলকিপার ইমরান বাট বোঝার আগেই বল জড়িয়ে যায় জালে।

তৃতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ায় ভারত। তৃতীয় গোলের নেপথ্যে ললিত উপাধ্যায়। ডান প্রান্ত থেকে বল নিয়ে উঠে দিলপ্রীত সিংহকে পাস দেন ললিত। যা ট্যাপ করে গোল করেন স্ট্রাইকার দিলপ্রীত।

নভেম্বরে ভারতেই হতে চলেছে হকি বিশ্বকাপ। তার আগে দলের এই পারফম্যান্সে খুশি হলেও রক্ষণ নিয়ে অস্বস্তি থেকেই গিয়েছে মনপ্রীতের। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে রক্ষণকে আরও মজবুত করে তুলতে চাই।’’ তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ জাপান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement