অভিনব সেলিব্রেশন পাকিস্তানের
একটি টেস্ট জয়, আর পাকিস্তানের ক্রিকেট ইতিহাস বদলে গেল। ঐতিহাসিক এই জয়ের সিংহ ভাগ কৃতিত্বই বর্তায় ইয়াসির শাহের উপর। তিনি যেন লর্ডসের পিচে ‘লর্ড’ হয়ে ম্যাচ জিতিয়ে আনলেন। চমক কি সেখানেই শেষ? তা কিন্তু নয়। জয়ের শেষে লর্ডসের মাটিতে অভিনব কায়দার সে সেলিব্রেশনও মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। যেমন আজও মনে রেখেছেন এই মাটিতেই ন্যাটওয়েস্ট জয়ে সৌরভের জার্সি ওড়ানো। একবার দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেয়ে পাকিস্তানের কী কী প্রাপ্তি হল?