ধর্মশালায় খেলতে রাজি নয় পাকিস্তান, সিদ্ধান্ত আজ

ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচ হবে? না হবে না? এই নিয়ে মঙ্গলবার দিনভর চলল নাটক। এবং গভীর রাতে জানা যাচ্ছে, পাকিস্তান নাকি ধর্মশালায় খেলতে রাজি নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০৪:১৭
Share:

ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচ হবে? না হবে না? এই নিয়ে মঙ্গলবার দিনভর চলল নাটক। এবং গভীর রাতে জানা যাচ্ছে, পাকিস্তান নাকি ধর্মশালায় খেলতে রাজি নয়।

Advertisement

মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর এমভি শ্রীধর স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠক থেকে বেরিয়ে দাবি করলেন, ধর্মশালাতেই ভারত-পাক ম্যাচ হবে। কিন্তু গভীর রাতে পাক বোর্ড সূত্রের খবর, তাঁদের প্রতিনিধিরা ধর্মশালা ঘুরে এসে নাকি নিরাপত্তার ব্যাপারে সন্তুষ্ট হতে পারেননি। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক নাকি পাক দলকে এও বলে দিয়েছে, ধর্মশালায় খেলতে যেতে হবে না। আগামিকাল সরকারি ভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা। পিসিবিও নাকি আইসিসি-কে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠাচ্ছে।

এমনিতে পাকিস্তানের বুধবারই প্রথমে নয়াদিল্লিতে এসে, সেখান থেকে কলকাতায় আসার কথা। তবে রাতে পাক মিডিয়া সূত্র জানাচ্ছে, পাকিস্তানের আসা এক দিন পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে শাহিদ আফ্রিদিরা আসবেন বৃহস্পতিবার।

Advertisement

প্রশ্ন উঠছে, ধর্মশালায় ম্যাচ না হলে কোথায় হবে? আপাতত জানা যাচ্ছে, চারটে কেন্দ্রকে নাকি তৈরি রাখা হচ্ছে বিকল্প হিসেবে। মোহালি, বেঙ্গালুরু, নাগপুর এবং কলকাতা। সিএবি পুরোপুরি তৈরি ভারত-পাকিস্তান ম্যাচ করতে। সিএবি-র তরফে নাকি বোর্ডকে বলা হচ্ছে, আমরা ২০১১ সালে বিশ্বকাপ ম্যাচ হারিয়েছি। সেটা বেঙ্গালুরুতেই গিয়েছিল। এ বার ইডেনে একটাও ভারতের ম্যাচ নেই। তা ছাড়া ব্রডকাস্টারদের সুবিধে ধরলে ইডেন এ ব্যাপারে অন্যতম প্রতিদ্বন্দ্বী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন