Virat Kohli

বিরাটের সঙ্গে তুলনা ‘না-পসন্দ’ বাবরের

শুরুর দিন থেকেই বিরাটের সঙ্গে তুলনা করা হয় তাঁর। বলা হয় তিনিই নাকি পাকিস্তানের কোহালি। তবে, এই তুলনা তাঁর যে না-পসন্দ তা সোমবার জানিয়ে দিলেন এই পাক ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১৮:১৮
Share:

বিরাট হতে চান না বাবর।

ভারত অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে নিজের তুলনায় যেতে নারাজ পাকিস্তানের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার বাবর আজম। শুরুর দিন থেকেই বিরাটের সঙ্গে তুলনা করা হয় তাঁর। বলা হয় তিনিই নাকি পাকিস্তানের কোহালি। তবে, এই তুলনা তাঁর যে না-পসন্দ তা সোমবার জানিয়ে দিলেন এই পাক ক্রিকেটার।

Advertisement

আরও পড়ুন: পাল্লেকেলি টেস্ট থেকে ছিটকে গেলেন রঙ্গনা হেরাথ

আরও পড়ুন: ‘ভারতের হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলাই আমার মূল লক্ষ্য'

Advertisement

সোমবার এক সমর্থক টুইটারে বাবরকে জিজ্ঞাসা করে লেখেন, “যদি আপনাকে পাকিস্তানের বিরাট কোহালি বলা হয়, তা হলে আপনার কেমন লাগবে?"

এই টুইটের কয়েক মিনিটের মধ্যেই প্রত্যুত্তর আসে বাবরের তরফে। তিনি এর তীব্র প্রতিবাদ করে ওই সমর্থককে বলেন, “বিরাট নিঃসন্দেহে বড় ক্রিকেটার। সেখানে আমি সদ্য ক্রিকেট খেলা শুরু করেছি। তবে, আমি পাকিস্তানের বাবর আজম হিসাবেই পরিচিতি পেতে চাই।"

তিনি আরও জানান, বিরাট এবং তাঁর খেলার ধরন আলাদা। তিনি বিরাটের মতো দেশকে সাফল্য এনে দিতে চান, রান করতে চান, তবে তা সম্পূর্ণ নিজের ছন্দে, নিজের ঢঙে।

গত বছর পাকিস্তানের কোচ মিকি আর্থারও বিরাটের সঙ্গে তুলনা করেছিলেন বাবরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন