Sports News

গুলি করে খুন পানামা জাতীয় দলের ফুটবলারকে

বাড়ির সামনেই দুষ্কৃতী হামলায় মৃত্যু হল পানামা জাতীয় দলের ফুটবলারের। ৩৩ বছরের আমিলকার এনরিকেজ দুই বন্ধুর সঙ্গে বাড়ির সামনেই বেরিয়েছিলেন। তখনই তাঁদের উপর হামলা হয়। হামলাকারীদের পর পর গুলিতে সেখানেই লুটিয়ে পড়েন এনরিকস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ২১:৪৮
Share:

আমিলকার এনরিকস। ছবি: সংগৃহীত।

বাড়ির সামনেই দুষ্কৃতী হামলায় মৃত্যু হল পানামা জাতীয় দলের ফুটবলারের। ৩৩ বছরের আমিলকার এনরিকেজ দুই বন্ধুর সঙ্গে বাড়ির সামনেই বেরিয়েছিলেন। তখনই তাঁদের উপর হামলা হয়। হামলাকারীদের পর পর গুলিতে সেখানেই লুটিয়ে পড়েন এনরিকস। বাকি দু’জন জোসেমারো পেদ্রো ও ডেলানো উইলসন আহত হয়ে হাসপাতালে ভর্তি।

Advertisement

আরও খবর: আবার হার ইস্টবেঙ্গলের, সুব্রতর গ্লাভসে আরও সঙ্কটে মর্গ্যানের ভাগ্য

শনিবার কোলোন শহরে তাঁর দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নুভো কোলোনেই থাকতেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। ডিফেন্সিভ এই মিডফিল্ডারের জন্ম হয়েছিল১৯৮৩ সালের ২ অগস্ট পানামার কোলোন শহরেই। ৫ ফিট ১০ ইঞ্চির এই মিডিও জাতীয় দলের হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন। ২০০৪ থেকে টানা খেলছিলেন। ক্লাব ক্রিকেট শুরু করেছিলেন ২০০৩এ আরাবে উনিদোতে। ২০১৬-১৭ মরসুমে আবার ফিরে এসেছিলেন সেই ক্লাবেই। এই মরসুমে ক্লাবের হয়ে ১৮টি ম্যাচ খেলেছিলেন। ফিফা বিশ্বকাপের ১৫টি ম্যাচেও খেলেছেন। ২০০৭, ২০০৯ ও ২০১১ কনকাকাফ গোল্ড কাপেও দেশের প্রতিনিধিত্ব করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement