রশিদের সেই গুগলি মিস করছেন হার্দিক। ছবি: আইপিএল ভিডিও
রশিদ খানের গুগলিতে চমকে গেলেন হার্দিক পাণ্ড্য। মঙ্গলবার মুম্বই-হায়দরাবাদ ম্যাচের ঘটনা। ব্যাট করছিলেন মুম্বইয়ের হার্দিক পাণ্ড্য। হায়দরাবাদের দুরন্ত বোলিংয়ে ধরাশায়ী হতে হয়েছে মুম্বইকে। তার মধ্যে অবশ্যই একজন রশিদ খান। বিশ্ব ক্রিকেটে বিস্ময় নিয়ে আসা এক বোলার রশিদ খেল দেখাচ্ছেন আইপিএল-এও।
ঘরের মাঠে রোহিত শর্মারা ৮৭ রানেই গুটিয়ে যায়। ৩১ রানে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। এটাই আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় কম রানের ইনিংস। রশিদ খান এই ম্যাচে দুটো উইকেট তুলে নিয়েছেন। বাসিল থাম্পিও নেন জোড়া উইকেট। তিনটি উইকেট সিদ্ধার্থ কলের। এই ম্যাচের সেরা হয়েছেন রশিদ খান। সেই রশিদ খানের বল হঠাৎই চমকে দেয় হার্দিককে।
সাময়িকভাবে হতভম্ব হয়ে যান হার্দিক। কয়েক সেকেন্ডের মধ্যেই নিজে বোকা হয়েছেন বুঝতে পেরে হেসে ফেলেন তিনি। হেসে ফেলে গোটা গ্যালারিও। রশিদ খানের তরফে একটা গুগলি উড়ে এসেছিল হার্দিকের দিকে। বুঝতে পারেননি তিনি। ব্যাট চালিয়েছিলেন হার্দিক। কিন্তু তার পরই সেই বল হার্দিককে বিট করে জমা হল উইকেট কিপারের হাতে। মাঠে থাকা ক্রিকেটাররাও হেসে ফেলেন। অল্পের জন্য উইকেটে গিয়ে লাগেনি সেই বল।