যুক্তরাষ্ট্র ওপেনে কাশ্যপ বনাম সমীর

এক লক্ষ ২০ হাজার মার্কিন ডলারের টুর্নেমেন্টে কাশ্যপের দ্বিতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বী হাঙ্গেরির জার্জেলি ক্রাউসজ ম্যাচের মাঝপথে সরে দাঁড়ান চোটের জন্য। তখন ২১-১৮, ১৭-৬-এ কাশ্যপ এগিয়ে ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ০৩:৪৩
Share:

লক্ষ্য: যুক্তরাষ্ট্র ওপেন ব্যাডমিন্টন জিততে মরিয়া ভারতীয় তারকা পারুপল্লি কাশ্যপ। ফাইল চিত্র

শীর্ষবাছাইকে হারানোর পরে যুক্তরাষ্ট্র ওপেন গ্রঁ প্রি গোল্ড টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পুরো ম্যাচ না খেলেই জিতলেন পারুপাল্লি কাশ্যপ। কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন কাশ্যপের সঙ্গে টুর্নামেন্টের শেষ আটে উঠেছেন সমীর বর্মা এবং এওইচ এস প্রণয়ও।

Advertisement

এক লক্ষ ২০ হাজার মার্কিন ডলারের টুর্নেমেন্টে কাশ্যপের দ্বিতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বী হাঙ্গেরির জার্জেলি ক্রাউসজ ম্যাচের মাঝপথে সরে দাঁড়ান চোটের জন্য। তখন ২১-১৮, ১৭-৬-এ কাশ্যপ এগিয়ে ছিলেন। এর পরে ভারতীয় ব্যাডমিন্টন তারকা হারান শ্রীলঙ্কার নিলুকা করুনারত্নেকে ২১-১৯, ২১-১০। চোট কাটিয়ে ফিরে আসার পরে কাশ্যপের এই দুরন্ত ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ এখন।

কোয়ার্টার ফাইনালে কাশ্যপকে খেলতে হবে সতীর্থ সমীর বর্মার বিরুদ্ধে। সমীর ক্রোয়েশিয়ার জোভনিমির ডারকিনজাক এবং ব্রাজিলের ইগর কোহেলোকে হারান। কাঁধের চোট সারিয়ে ফেরা সমীরকে জোভনিমিরকে হারাতে তিন গেম লড়াই করতে হয়। ফল তাঁর পক্ষে ২১-১৯, ২৫-২৭, ২১-১৫। এর পরে দ্বিতীয় ম্যাচে নবম বাছাই ইগরকে তিনি হারান ১৮-২১, ২১-১৪, ২১-১৮।

Advertisement

আরও পড়ুন:

৩৪ বছর পর কপিলের লর্ডসে তেরঙা ওড়ানোর অপেক্ষায় উইমেন ইন ব্লু

দ্বিতীয় বাছাই এইচএস প্রণয় আবার আয়ারল্যান্ডের জোশুয়া ম্যাগিকে ২১-১৩, ২১-১৭-এ উড়িয়ে দেওয়ার পরে তিন গেমের লড়াইয়ে ৪৮ মিনিটে হারান ২১-৮, ১৪-২১, ২১-১৬। প্রণয়ের সামনে এ বার অষ্টম বাছাই জাপানের কান্টা সুনিয়ামার চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

এ ছাড়া অন্য ভারতীয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় বাছাই মনু অত্রি অবং বি সুমিত রেড্ডির জুটি হারান হেন্ড্রা টান্ডিয়া এবং অ্যান্ড্রো উনাতোকে ২১-১৬, ২১-১৯। তাঁদের সামনে এ বার জাপানি জুটির চ্যালেঞ্জ। তবে সিঙ্গলসে হেরে গিয়েছেন হর্শিল দানি, শ্রীকৃষ্ণ প্রিয়া কুদারাভাল্লি এবং ঋতুপর্ণা দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন