ফিক্সিং বিতর্কে ফের উত্তাল পাক ক্রিকেট

ফের ফিক্সিং বিতর্কের মেঘ পাকিস্তান ক্রিকেটে। যার ছায়া এতটাই গভীর যে প্রাক্তন পাক ক্রিকেটারদের আশঙ্কা, বিতর্কের জেরে পিসিবির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে বিশ্বের নামী ক্রিকেটাররা আর হয়তো খেলতেই চাইবেন না।

Advertisement

করাচি

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৬
Share:

ফের ফিক্সিং বিতর্কের মেঘ পাকিস্তান ক্রিকেটে। যার ছায়া এতটাই গভীর যে প্রাক্তন পাক ক্রিকেটারদের আশঙ্কা, বিতর্কের জেরে পিসিবির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে বিশ্বের নামী ক্রিকেটাররা আর হয়তো খেলতেই চাইবেন না।

Advertisement

শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড হঠাৎ জানায় দু’জন জাতীয় দলের ক্রিকেটার শার্জিল খান আর খালিদ লতিফকে তারা সাসপেন্ড করছে। দু’জনেই পিএসএল খেলছিলেন দুবাইয়ে ইসলামাবাদ ইউনাইটেড ফ্র্যাঞ্চাইজির হয়ে। যার ক্যাপ্টেন আবার মিসবা উল হক। সাসপেনশনের পাশাপাশি তাঁদের দেশে ফেরৎ পাঠানো হয়। দুবাইয়ের একটি বেটিং সিন্ডিকেটের সঙ্গে দু’জনের যোগাযোগ হয়েছিল এমনই অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, আরও তিন জন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা হয়— জুলফিকর বাবর, শাহজাইব হাসান আর মহম্মদ ইরফানকে। তবে পরে তাঁদের পিএসএলে খেলার অনুমতি দেওয়া হয়। গোটা ব্যাপারটা দেখে জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘‘আমার মনে হয় এ সব দেখে বিশ্বের বেশির ভাগ ক্রিকেট বোর্ড আর ক্রিকেটাররা পিএসএলকে সে ভাবে আর সমর্থন করবে না। আমার আশঙ্কা, বিশ্বের টপ প্লেয়াররা বিতর্ক এড়াতে পিএসএল থেকে এ বার দূরে থাকবে। যাঁরা খেলতে চাইবে, আসবে শুধু অর্থের জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন